1+5+9+13+... ... ... ধারাটির ১৫ তম পদ হবে-
A
61
B
53
C
57
D
65
উত্তরের বিবরণ
সমাধান:
এটি একটি সমান্তর ধারা।
প্রথম পদ
সাধারণ অন্তর
সমান্তর ধারার -তম পদের সূত্র:
এখানে
উত্তর: 57
0
Updated: 5 hours ago
দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে দুইটিতে H আসার সম্ভবনা কত?
Created: 3 days ago
A
1/4
B
1/2
C
3/4
D
1
সমাধান:
মুদ্রা দুটি একসাথে নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফলগুলো হলো:
• HH
• HT
• TH
• TT
মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা = ৪
আমরা চাই দুটোতেই H আসার সম্ভাবনা। শুধুমাত্র একটি ফলাফল满足 করে, তা হলো HH।
সম্ভাবনা = (ইচ্ছাকৃত ফলাফলের সংখ্যা) ÷ (মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা)
সম্ভাবনা = ১ ÷ ৪
উত্তর: 1/4
0
Updated: 3 days ago
xy-কে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করলে পাওয়া যাবে-
Created: 8 hours ago
A
xy=(x+y)2/2−(x−y)2/2
B
xy=(x−y)2/2−(x+y)2/2
C
xy=(x+y)2−(x−y)2
D
xy = ((x+y)/2)2 - ((x-y)/2)2
সমাধান :
আমরা জানি, দুটি বর্গের অন্তর (Difference of Squares) হলো—
এখন আমরা –কে এমনভাবে সাজাতে চাই যাতে এটি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করা যায়।
ধরি,
এখন হিসাব করলে পাই—
এখন Difference of Squares সূত্র প্রয়োগ করি—
এখানে,
সুতরাং,
অর্থাৎ, আমরা সফলভাবে দেখাতে পারলাম যে—
উত্তরঃ
0
Updated: 8 hours ago
(মূল প্রশ্নপত্রে প্রশ্নটি ভুল ছিল, আমরা সংশোধন করে দিয়েছি।) 6 টি কমলার ক্রয়মূল্য 5 টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত?
Created: 1 week ago
A
33%
B
25%
C
20%
D
15%
সমাধানঃ
ধরি, ক্রয়মূল্য = বিক্রয়মূল্য = x টাকা
6 টি কমলার ক্রয়মূল্য x টাকা
∴1 টি কমলার ক্রয়মূল্য x/6 টাকা
5 টি কমলার বিক্রয়মূল্য x টাকা
∴1 টি কমলার বিক্রয়মূল্য x/5 টাকা
এখন,
লাভ = x/5 - x/6 = x/30 টাকা
x/6 টাকায় লাভ হয় x/30 টাকা
1 টাকায় লাভ হয় x/30 × 6/x টাকা
∴100 টাকায় লাভ হয় x/30 × 6/x × 100 = 20 টাকা
0
Updated: 1 week ago