(x-y, 4) = (4, x+3y) হলে (x,y) এর মান কত?
A
(6,2)
B
(3,1)
C
(5,1)
D
(4,0)
উত্তরের বিবরণ
সমাধান:
দুইটি ordered pair সমান হলে প্রতিটি উপাদান সমান হবে।
এখন দুটি সমীকরণ সমাধান করি।
প্রথম সমীকরণ:
এটি দ্বিতীয় সমীকরণে বসাই—
এখন
উত্তর: (4, 0)
0
Updated: 5 hours ago
একটি থলিতে 3 টি সবুজ এবং 2 টি লাল বল আছে। অপর একটি থলিতে 2 টি সবুজ এবং 5 টি লাল বল আছে। নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হল। দুইটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাব্যতা কত?
Created: 1 month ago
A
5/7
B
2/7
C
5/12
D
1/4
প্রশ্ন: একটি থলিতে 3 টি সবুজ এবং 2 টি লাল বল আছে। অপর একটি থলিতে 2 টি সবুজ এবং 5 টি লাল বল আছে। নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হল। দুইটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাব্যতা কত?
সমাধান:
প্রথম থলিতে, 3 টি সবুজ বল, 2 টি লাল বল
দ্বিতীয় থলিতে, 2 টি সবুজ বল, 5 টি লাল বল
অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাব্যতা = 1 - দুইটি বলই লাল
প্রথম থলি থেকে লাল বলের সম্ভাবনা = 2/5
দ্বিতীয় থলি থেকে লাল বলের সম্ভাবনা = 5/7
দুইটি লাল হওয়ার সম্ভাব্যতা = (2/5) × (5/7) = 2/7
অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাব্যতা = 1 - (2/7) = 5/7
∴ সঠিক উত্তর: ক) 5/7
0
Updated: 1 month ago
50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ?
Created: 1 week ago
A
12
B
10
C
14
D
15
প্রশ্নঃ ৫০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
সমাধানঃ
মৌলিক সংখ্যা হলো যে সংখ্যা ১ ও নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়।
এখন ৫০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো লিখি—
৫১ → ৩ দ্বারা বিভাজ্য নয়, কিন্তু ৫১ ÷ ৩ = ১৭, তাই মৌলিক নয়।
৫৩ → ১ ও ৫৩ ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাই মৌলিক।
৫৯ → মৌলিক।
৬১ → মৌলিক।
৬৭ → মৌলিক।
৭১ → মৌলিক।
৭৩ → মৌলিক।
৭৯ → মৌলিক।
৮৩ → মৌলিক।
৮৯ → মৌলিক।
৯৭ → মৌলিক।
এখন গুনে দেখা যাক—
৫০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো: ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭
অতএব, মোট মৌলিক সংখ্যা = ১০টি।
উত্তরঃ খ) ১০
0
Updated: 1 week ago
একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৬ সে.মি., ৮ সে.মি. ও ১০ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
Created: 2 months ago
A
২৪ বর্গ সে.মি.
B
২৮ বর্গ সে.মি
C
৩২ বর্গ সে.মি
D
৩৬ বর্গ সে.মি
প্রশ্ন: একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৬ সে.মি., ৮ সে.মি. ও ১০ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান:
ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = ৬ সে.মি., b = ৮ সে.মি. ও c = ১০ সে.মি.
অর্ধ-পরিসীমা s = (৬ + ৮ + ১০)/২ সে.মি.
= ২৪/২ সে.মি.
= ১২ সে.মি.
আমরা জানি,
ত্রিভুজটির ক্ষেত্রফল = √{s(s - a) (s - b) (s - c)}
= √{১২(১২ - ৬)(১২ - ৮)(১২ - ১০)} বর্গ সে.মি.
= √{১২ × ৬ × ৪ × ২} বর্গ সে.মি.
= √{৫৭৬} বর্গ সে.মি.
= ২৪ বর্গ সে.মি.
0
Updated: 2 months ago