log42 = x হলে x এর মান হবে-
A
1
B
1/2
C
0
D
2
উত্তরের বিবরণ
সমাধান:
মানে,
তাহলে,
উত্তরঃ
0
Updated: 5 hours ago
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত?
Created: 1 month ago
A
2√2 মিটার
B
2√3 মিটার
C
2 মিটার
D
2√6 মিটার
প্রশ্ন: একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গমিটার
আমরা জানি,
ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 6a2, [যেখানে a হলো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য।]
প্রশনমতে,
6a2 = 48
⇒ a2 = 48/6
⇒ a2 = 8
⇒ a = √8 = 2√2
∴ a = 2√2 মিটার
আবার,
আমরা জানি,
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = a√3
= (2√2) × √3 ; [a = 2√2]
= 2√(2 × 3)
= 2√6
সুতরাং, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য 2√6 মিটার।
0
Updated: 1 month ago
x²-y²+2y-1 এর একটি উৎপাদক-
Created: 5 hours ago
A
x+y
B
x-y
C
x+y-1
D
x+y+1
সমাধান:
ব্যক্ত করতে, প্রথমে সাজাই—
অংশটিকে পূর্ণবর্গ আকারে লিখি—
সুতরাং,
এটি বর্গের অন্তরঃ
অর্থাৎ,
উত্তর:
0
Updated: 5 hours ago
In a class, 120 students are male and 100 students are female, 25% of the male students and 20% of the female students are engineering students. 20% of the male engineering students and 25% of the female engineering students passed the final exam. What percentage of engineering students passed the exam?
Created: 2 days ago
A
5%
B
10%
C
15%
D
22%
একটা ক্লাসে ছাত্র আছে ১২০ জন এবং ছাত্রী আছে ১০০ জন।
তাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং নিয়েছে ১২০ এর ২৫% = ৩০ জন ছাত্র এবং ১০০ এর ২০%= ২০ জন ছাত্রী।
ফাইনাল পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং নেওয়া ছাত্রদের মধ্যে পাশ করে ৩০ এর ২০% = ৬ জন এবং ছাত্রী পাশ করে ২০ এর ২৫% = ৫ জন।
অর্থাৎ, ইঞ্জিনিয়ারিং এর মোট ছাত্রছাত্রীর মধ্যে পাশ করে {(৬+৫)/(৩০+২০)}x১০০ = ২২%
0
Updated: 2 days ago