20x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4x+3 হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
A
4x-3
B
5x+3
C
5x-3
D
6x-3
উত্তরের বিবরণ
সমাধান:
আয়তক্ষেত্রের পরিসীমা =
এখানে,
পরিসীমা
এক বাহু
ধরি অপর বাহু =
তাহলে,
উভয় পাশে 2 দিয়ে ভাগ করলে,
উত্তরঃ
0
Updated: 5 hours ago
২০০০ সালের ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৫৫ সে.মি। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
Created: 5 hours ago
A
১৫.৫সে.মি
B
১৫.৪সে.মি
C
১৫.৯৫সে.মি
D
১৫.৫৫সে.মি
সমাধান:
২০০০ সাল একটি লিপইয়ার।
লিপইয়ার হলে ফেব্রুয়ারিতে দিনের সংখ্যা হয় ২৯ দিন।
প্রশ্নে বলা আছে—
প্রতিদিন গড়ে বৃষ্টিপাত = ০.৫৫ সেমি
মোট বৃষ্টিপাত জানতে হলে গড় বৃষ্টিপাতকে মোট দিনের সাথে গুণ করতে হয়।
গুণ করলে—
উত্তরঃ ১৫.৯৫ সেমি
0
Updated: 5 hours ago
একটি ভগ্নাশের লব ও হরের সমষ্টি ৭, এদের অন্তরফল ৩ হলে ভগ্নাংশটি হবে -
Created: 3 days ago
A
5/2
B
4/3
C
2/5
D
3/4
সমীকরণ করে করা যায়। তবে, অপশন দেখেই বুঝা যাচ্ছে উত্তর ২/৫ বা ৫/২ হবে। যেহেতু, লব এবং হরের অন্তরফল অর্থাৎ ৫-২ = ৩। তাই, উত্তর ৫/২ হবে।
ধরি, ভগ্নাংশটির লব x এবং হর y. সুতরাং প্রশ্নানুসারে-
x+y = 7 ………… (i)
x-y = 3 …………. (ii)
(i) + (ii) ⇒ x+y+x-y = 7+3
⇒ 2x = 10
⇒ x = 5
x এর মান (i) নং এ বসিয়ে পাই-
5+y = 7
⇒ y = 2
∴ ভগ্নাংশটি 5/2.
0
Updated: 3 days ago
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ১ । উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ কত মিটার?
Created: 2 months ago
A
৫০ মিটার
B
৭৫ মিটার
C
২৫ মিটার
D
২০ মিটার
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ১ । উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ কত মিটার?
সমাধান:
ধরি,
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৩ক
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ক
আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) মিটার
= ২ (৩ক + ক) মিটার
= ৮ক মিটার
প্রশ্নমতে,
৮ক = ২০০
বা, ক = ২০০/৮
∴ ক = ২৫
∴ প্রস্থ = ২৫ মিটার
0
Updated: 2 months ago