1+1/2+1/4+1/8+........ ধারাটির প্রথম সাতটি পদের যোগফল কত?
A
33/31
B
63/32
C
63/64
D
127/64
উত্তরের বিবরণ
সমাধান:
ধারা একটি জ্যামিতিক ধারা।
প্রথম পদ
সহগুণক
পদের সংখ্যা
জ্যামিতিক ধারার যোগফল সূত্র:
উত্তরঃ
0
Updated: 5 hours ago
(1 + √2) ও (1 - √2) মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?
Created: 2 months ago
A
x2 + 2x - 1 = 0
B
x2 + 2x + 1 = 0
C
x2 - 2x + 1 = 0
D
x2 - 2x - 1 = 0
প্রশ্ন: (1 + √2) ও (1 - √2) মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?
সমাধান:
মনে করি,
মূলদ্বয়, α = 1 + √2 এবং β = 1 - √2
মূলদ্বয়ের যোগফল, α + β = 1 + √2 + 1 - √2
∴ α + β = 2
মূলদ্বয়ের গুণফল, αβ = (1 + √2) . (1 - √2)
= (1)2 - (√2)2
= 1 - 2
∴ αβ = - 1
∴ নির্ণেয় সমীকরণ x2 - (α + β) x + αβ = 0
বা, x2 - 2x - 1 = 0
∴ নির্ণেয় সমীকরণ, x2 - 2x - 1 = 0
0
Updated: 2 months ago
একটি সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া দুটি কোণের মধ্যে পার্থক্য ১০°। ঐ দুটি কোণের মধ্যে বৃহত্তম কোণটির মান কত?
Created: 2 months ago
A
৫০°
B
৬০°
C
৩০°
D
৯০°
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া দুটি কোণের মধ্যে পার্থক্য ১০°। ঐ দুটি কোণের মধ্যে বৃহত্তম কোণটির মান কত?
সমাধান:
ধরি,
অপর দুইটি কোণের মধ্যে ক্ষুদ্রতম কোণ = ক°
∴ বৃহত্তম কোণ = (ক + ১০)°
প্রশ্নমতে,
ক + (ক + ১০) + ৯০ = ১৮০
⇒ ২ক + ১০০ = ১৮০
⇒ ২ক = ১৮০ - ১০০
⇒ ২ক = ৮০
⇒ ক = ৮০/২
∴ ক = ৪০
∴ বৃহত্তম কোণ = (৪০ + ১০)°
= ৫০°
0
Updated: 2 months ago
৫% বার্ষিক হারে ২ বছরের জন্য কোনো আসলের উপর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ৫০ টাকা হলে, আসল কত?
Created: 1 month ago
A
২০০০০ টাকা
B
১৬০০০ টাকা
C
২২০০০ টাকা
D
১৪৫০০ টাকা
ধরি,
আসল = P টাকা
হার, r = ৫%
সময়, n = ২ বছর
∴ সরল মুনাফা I = Pnr = P × ২ × (৫/১০০) = P/১০ = ০. P
∴ যৌগিক মুনাফা = C - P = P(১ + ৫/১০০)২ - P = P(১.০৫)২ - P = ১.১০২৫P - P = ০.১০২৫P
প্রশ্নমতে,
০.১০২৫P - ০. P = ৫০
⇒ ০.০০২৫P = ৫০
⇒ P = ৫০/(০.০০২৫)
∴ P = ২০০০০
সুতরাং, আসল ২০০০০ টাকা ।
0
Updated: 1 month ago