২০০০ সালের ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৫৫ সে.মি। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
A
১৫.৫সে.মি
B
১৫.৪সে.মি
C
১৫.৯৫সে.মি
D
১৫.৫৫সে.মি
উত্তরের বিবরণ
সমাধান:
২০০০ সাল একটি লিপইয়ার।
লিপইয়ার হলে ফেব্রুয়ারিতে দিনের সংখ্যা হয় ২৯ দিন।
প্রশ্নে বলা আছে—
প্রতিদিন গড়ে বৃষ্টিপাত = ০.৫৫ সেমি
মোট বৃষ্টিপাত জানতে হলে গড় বৃষ্টিপাতকে মোট দিনের সাথে গুণ করতে হয়।
গুণ করলে—
উত্তরঃ ১৫.৯৫ সেমি
0
Updated: 5 hours ago
একটি সংখ্যার 4 গুণ এর সাথে 10 যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির 5 গুন অপেক্ষা 5 কম। সংখ্যাটি কত?
Created: 4 days ago
A
৩০
B
২০
C
২৫
D
১৫
ধরি সংখ্যাটি 'ক'
প্রশ্নমতে, ৪ক+১০ = ৫ক-৫
বা, ৫ক-৪ক = ১০+৫
বা, ক = ১৫
0
Updated: 4 days ago
secA + tanA = 5/2 হলে, secA – tanA= ?
Created: 2 months ago
A
1/2
B
1/5
C
2/5
D
5/2
প্রশ্ন: secA - tanA = 5/2 হলে, secA + tanA = ?
সমাধান:
sec2A - tan2A = 1
⇒ (secA + tanA) (secA - tanA) = 1
⇒ (secA + tanA) (5/2) = 1
∴ (secA + tanA) = 2/5
0
Updated: 2 months ago
যদি একটি শঙ্কুর ব্যাসার্ধ ৩ সে.মি. এবং উচ্চতা ১৪ সে.মি. হয়, তবে তার আয়তন কত হবে?
Created: 2 months ago
A
১৩২ ঘন সে.মি.
B
১৩০ ঘন সে.মি.
C
১১৮ ঘন সে.মি.
D
১২৩ ঘন সে.মি.
প্রশ্ন: যদি একটি শঙ্কুর ব্যাসার্ধ ৩ সেমি এবং উচ্চতা ১৪ সেমি হয়, তবে তার আয়তন কত হবে?
সমাধান:
ধরা যাক,
ব্যাসার্ধ, r = ৩ সে.মি.
উচ্চতা, h = ১৪ সে.মি.
এখন,
আয়তন = (১/৩) × π × r২ × h
= (১/৩) × (২২/৭) × ৩২ × ১৪
= ১৩২ ঘন সে.মি. (প্রায়)
0
Updated: 2 months ago