‘He prayeth best, who loveth best.’ —Who said it?
A
John Milton
B
John Donne
C
Lord Byron
D
S.T. Coleridge
উত্তরের বিবরণ
Samuel Taylor Coleridge (1772-1834) ইংরেজি সাহিত্যের Romantic Age-এর অন্যতম প্রসিদ্ধ কবি ও লেখক। তাঁকে Poet of Supernaturalism বলা হয়ে থাকে। প্রশ্নোক্ত চরণটি S.T. Coleridge রচিত The Rime of the Ancient Mariner কবিতা হতে উদ্ধৃত। এ কবিতার কয়েকটি বিখ্যাত চরণ নিম্নরূপ:
• Water, Water, everywhere,
Nor any drop to drink
• Alone, Alone all alone
• He prayeth best who loveth best
• Alone a wide, wide seaalex
• All things both great and small

1
Updated: 2 months ago
The overall tone of the poem can be described as:
Created: 1 month ago
A
Light-hearted and whimsical
B
Didactic and moralistic
C
Solemn, eerie, and supernatural
D
Cynical and satirical
কবিতার ভেতরে যে টোন ও থিমগুলো আছে, সেগুলো মূলত serious, mysterious এবং supernatural ধারায় প্রবাহিত। বিষয়বস্তু তুলে ধরা যায় এভাবে:
-
Solemnity: পুরো কবিতায় একটি serious এবং moralizing undertone রয়েছে। The Rime of the Ancient Mariner আসলে পাঠকদের সতর্ক করে দেয় যে nature এবং divine law ভঙ্গ করলে তার ভয়াবহ পরিণতি হতে পারে। The Mariner’s tale এখানে একটি cautionary story, যেখানে guilt, repentance এবং redemption মূল শিক্ষার জায়গায় থাকে।
-
Eerie and Mysterious: কবিতায় রয়েছে অদ্ভুত ও ভয়ের মতো imagery—যেমন ghostly ship, spectral crew, death-like stillness of the ocean। এগুলো পুরো narrative জুড়ে একটি suspense এবং supernatural foreboding তৈরি করে।
-
Supernatural Elements: Coleridge খুব দক্ষভাবে albatross-এর symbolic power, spirits, divine retribution ইত্যাদি ব্যবহার করেছেন। এখানে natural এবং supernatural-এর মিশ্রণ আছে, যা কবিতার mood-কে গভীর করে এবং moral ও psychological tension বাড়ায়।
-
Contrast with Other Tones: কবিতাটি মোটেও whimsical বা light-hearted নয়; বরং ঘটনা গুলো গুরুতর এবং মাঝে মাঝে ভীতিকর। এটি শুধুই didactic নয়, কারণ direct teaching নয় বরং experience এবং emotional impact-এর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এটি cynical বা satiricalও নয়, কারণ Coleridge তাঁর supernatural এবং moral themes গুলোকে সম্পূর্ণ earnestness দিয়ে উপস্থাপন করেছেন।

0
Updated: 2 weeks ago
What emotion does the Mariner mainly feel after the crime?
Created: 1 month ago
A
Joy
B
Anger
C
Guilt and repentance
D
Fear
আলবাট্রস হত্যার পর মেরিনার প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেয় না, কিন্তু নাবিকদের মৃত্যু ও ভয়ঙ্কর নিঃসঙ্গতা তাকে অপরাধবোধে আচ্ছন্ন করে। পরে সাপেদের সৌন্দর্য দেখে সে ঈশ্বরের সৃষ্টির প্রতি নতুন শ্রদ্ধা অনুভব করে এবং অনুশোচনায় ভরে ওঠে। এই অনুশোচনাই তাকে আধ্যাত্মিক মুক্তির দিকে নিয়ে যায়।

0
Updated: 1 month ago
Who says: “Instead of the cross, the Albatross / About my neck was hung”?
Created: 1 month ago
A
The Sailors
B
Death
C
The Mariner
D
The Wedding Guest
এই লাইনটি নিজেই মেরিনার বলেন। এটি একটি প্রতীকী স্বীকারোক্তি—যেখানে ক্রুশ (মুক্তির প্রতীক) বদলে আলবাট্রস (পাপের প্রতীক) তার গলায় ঝুলে।

0
Updated: 1 month ago