একটি ত্রিভুজের প্রতিটি বাহু যখন বর্ধিত করা হয়, তখন প্রতিটি কোণে একটি করে বহিঃস্থ কোণ সৃষ্টি হয়। এ বহিঃস্থ কোণগুলো একত্রে একটি পূর্ণ কোণ তৈরি করে, তাই মোট পরিমাণ হয় ৩৬০ ডিগ্রী।
• প্রতিটি শীর্ষে গঠিত বহিঃস্থ কোণ আসলে একটি সরলরেখার অংশ, যার মাপ অভ্যন্তরীণ কোণের সম্পূরক।
• তিনটি শীর্ষে তিনটি বহিঃস্থ কোণ মিলিয়ে একটি সম্পূর্ণ ঘূর্ণন বা পূর্ণবৃত্ত গঠিত হয়।
• পূর্ণবৃত্তের পরিমাপ সর্বদা ৩৬০ ডিগ্রী, তাই ত্রিভুজের বাহু বর্ধিত করলে উৎপন্ন মোট বহিঃস্থ কোণও একই হবে।
• ত্রিভুজের আকার বা কোণের মান যাই হোক না কেন, এই নিয়ম পরিবর্তিত হয় না।
তাই সঠিক উত্তর ৩৬০ ডিগ্রী—এটাই সর্বজনস্বীকৃত জ্যামিতিক সত্য।
x2+7x+p যদি x-5 দ্বারা বিভাজ্য হয়,তবে p এর মান কত হবে?
A
30
B
-60
C
-30
D
5
উত্তরের বিবরণ
সমাধান:
বিভাজ্য হওয়ার শর্তঃ
বসালে রিমেইন্ডার = 0
সুতরাং,
উত্তরঃ -60
0
Updated: 7 hours ago
Related MCQ
একটি ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত?
Created: 4 days ago
A
১৫০ ডিগ্রী
B
১৮০ ডিগ্রী
C
২৭০ ডিগ্রী
D
৩৬০ ডিগ্রী
0
Updated: 4 days ago
In a class, 120 students are male and 100 students are female, 25% of the male students and 20% of the female students are engineering students. 20% of the male engineering students and 25% of the female engineering students passed the final exam. What percentage of engineering students passed the exam?
Created: 2 days ago
A
5%
B
10%
C
15%
D
22%
একটা ক্লাসে ছাত্র আছে ১২০ জন এবং ছাত্রী আছে ১০০ জন।
তাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং নিয়েছে ১২০ এর ২৫% = ৩০ জন ছাত্র এবং ১০০ এর ২০%= ২০ জন ছাত্রী।
ফাইনাল পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং নেওয়া ছাত্রদের মধ্যে পাশ করে ৩০ এর ২০% = ৬ জন এবং ছাত্রী পাশ করে ২০ এর ২৫% = ৫ জন।
অর্থাৎ, ইঞ্জিনিয়ারিং এর মোট ছাত্রছাত্রীর মধ্যে পাশ করে {(৬+৫)/(৩০+২০)}x১০০ = ২২%
0
Updated: 2 days ago
Ι 1 - 2x Ι < 1 এর সমাধান-
Created: 2 months ago
A
- 2 < x < 1
B
- 1 < x < 0
C
0 < x < 1
D
- 1 < x < 1
প্রশ্ন: |1 - 2x| < 1 এর সমাধান-
সমাধান:
|1 - 2x| < 1
- 1 < 1 - 2x < 1
বা, - 1 - 1 < 1 - 1- 2x < 1 - 1
বা, - 2 < - 2x < 0
বা, - 1 < - x < 0
বা, 1 > x > 0
0 < x < 1
0
Updated: 2 months ago