সমাধান:
মূলধন =
সুদের হার = 4%
সময় = 2 বছর
চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য (২ বছরের জন্য):
এখানে r = 4%
উত্তরঃ 625
১.৯৮, ৩ এর ৬০% এবং √৩ কে মানের নিম্নক্রমানুসারে সাজালে হবে-
A
১.৯৮, ৩ এর ৬০%, √৩
B
√৩, ৩ এর ৬০%, ১.৯৮
C
৩ এর ৬০%, √৩, ১.৯৮
D
৩ এর ৬০%, ১.৯৮, √৩
উত্তরের বিবরণ
সমাধান:
৩ এর ৬০% =
এখন মানগুলো:
১.৯৮, ১.৮, ১.৭৩২
নিম্নক্রমে সাজালে:
১.৯৮ > ১.৮ > ১.৭৩২
উত্তরঃ ১.৯৮, ৩ এর ৬০%, √৩
0
Updated: 7 hours ago
2, p, q, 54 একটি গুণোত্তর ধারার পরপর চারটি পদ হলে, pq এর মান কত?
Created: 1 month ago
A
96
B
108
C
126
D
145
প্রশ্ন: 2, p, q, 54 একটি গুণোত্তর ধারার পরপর চারটি পদ হলে, pq এর মান কত?
সমাধান:
প্রথম পদ, a = 2
ধরি, সাধারণ অনুপাত = r
প্রশ্নমতে,
চতুর্থ পদ = 54
⇒ ar3 = 54
⇒ 2 × r3 = 54
⇒ r3 = 27
⇒ r = 3
∴ দ্বিতীয় পদ, p = a × r2 - 1 = a × r
= 2 × 3 = 6
∴ তৃতীয় পদ, q = a × r3 - 1 = a × r2
= 2 × 32 = 18
∴ pq = 6 × 18 = 108
0
Updated: 1 month ago
৪টি স্বরবর্ণ ও ৭টি ব্যঞ্জনবর্ণ থেকে ২টি স্বরবর্ণ ও ৩টি ব্যঞ্জনবর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যায়?
Created: 2 months ago
A
২১৪০০
B
২১০
C
২৫২০০
D
১০৫০
0
Updated: 2 months ago
4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্বি সুদের পার্থক্য 1 টাকা হবে?
Created: 5 hours ago
A
600
B
650
C
625
D
620
0
Updated: 5 hours ago