কোন সাহিত্যিক ‘ব্যাঙাচি’ ছদ্মনামে লিখতেন?
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
কাজী নজরুল ইসলাম
C
জয়ন্ত মাল্লিক
D
সেলিনা হোসেন
উত্তরের বিবরণ
‘ব্যাঙাচি’ হলো কাজী নজরুল ইসলামের একটি ছদ্মনাম। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে কবিতা, প্রবন্ধ ও নিবন্ধ লিখতে এই ছদ্মনাম ব্যবহার করতেন। এই নামের মাধ্যমে তিনি সরাসরি পরিচিত না হয়ে কঠিন বা সমালোচনামূলক বিষয়াবলী প্রকাশ করতেন।
-
উৎপত্তি: ‘ব্যাঙাচি’ শব্দটি নজরুলের সৃজনশীল উপায়ের অংশ।
-
উদ্দেশ্য: সমাজের অন্যায়, বঞ্চনা ও অসঙ্গতি নিয়ে সরাসরি বা ব্যঙ্গাত্মক লেখা প্রকাশ করা।
-
ব্যবহার: বিশেষত পত্রিকা ও সাহিত্য সংকলনে কিছু প্রবন্ধে এই নাম ব্যবহার করেছিলেন।
-
সাহিত্যিক বৈশিষ্ট্য: সাহসী, ব্যঙ্গাত্মক ও সমালোচনামূলক চিন্তাভাবনা প্রকাশের জন্য পরিচিত।
-
সাংবাদিকিক কার্যক্রম: তিনি সাংবাদিকতা ও সাহিত্য উভয় ক্ষেত্রেই সমাজের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য ছদ্মনাম ব্যবহার করতেন।
0
Updated: 7 hours ago
'বিদ্যাভূষণ' কোন কবির উপাধি?
Created: 1 month ago
A
কায়কোবাদ
B
দীনেশচন্দ্র সেন
C
কালীপ্রসন্ন সিংহ
D
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
কায়কোবাদ
-
কায়কোবাদ (১৮৫৭–১৯৫১) আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি।
-
তিনি বাঙ্গালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা এবং আধুনিক বাংলাসাহিত্যের প্রথম মুসলিম কবি।
-
প্রকৃত নাম: মোহাম্মদ কাজেম আল কোরেশী, সাহিত্যিক ছদ্মনাম: কায়কোবাদ।
-
জন্ম: ১৮৫৭ সালে, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে।
-
অতি অল্প বয়স থেকে তাঁর সাহিত্যিক প্রতিভা প্রকাশ পায়। মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য ‘বিরহবিলাপ’ (১৮৭০) প্রকাশিত হয়।
-
নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক কায়কোবাদকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করা হয়।
কায়কোবাদের অন্যান্য কাব্যগ্রন্থসমূহ
-
কুসুম কানন
-
অশ্রুমালা
-
মহাশ্মশান
-
শিব-মন্দির
-
অমিয়ধারা
-
শ্মশান-ভস্ম
-
মহরম শরীফ
0
Updated: 1 month ago
মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কী?
Created: 2 months ago
A
বনফুল
B
গাজীমিয়া
C
ভ্রমন
D
জরাসন্ধ
মীর মশাররফ হোসেনের ছদ্মনাম - গাজী মিয়াঁ । মীর মশাররফ হোসেন কর্তৃক রচিত রসরচনা গাজী মিয়াঁর বস্তানী (১৮৯৯) । পরবর্তীতে গাজী মিয়াঁ তার ছদ্মনামে রুপলাভ করে। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ' বনফুল ' এবং চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম 'জরাসন্ধ'।
0
Updated: 2 months ago
'বনফুল' কার ছদ্মনাম?
Created: 3 months ago
A
প্রমথ চৌধুরী
B
বলাইচাঁদ মুখোপাধ্যায়
C
যতীন্দ্রমোহন বাগচী
D
মোহিতলাল মজুমদার
বাংলা সাহিত্যে অনেক সাহিত্যিকই তাঁদের লেখালেখির জন্য বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করেছেন। যেমন, বলাইচাঁদ মুখোপাধ্যায় সাহিত্যজগতে পরিচিত ছিলেন ‘বনফুল’ নামেই, যা ছিল তাঁর জনপ্রিয় ছদ্মনাম।
তেমনি প্রমথ চৌধুরীও তাঁর সাহিত্যচর্চায় ‘বীরবল’ ছদ্মনামটি গ্রহণ করেছিলেন। অন্যদিকে, মোহিতলাল মজুমদার সমালোচনাধর্মী লেখায় একাধিক ছদ্মনাম ব্যবহার করতেন—এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘কৃত্তিবাস ওঝা’, ‘সব্যসাচী’ এবং ‘শ্রী সত্যসুন্দর দাস’।
তথ্যসূত্র: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
0
Updated: 3 months ago