মৌলিক পদার্থ কোনটি?

A

বাতাস

B

লোহা

C

পিতল

D

জল

উত্তরের বিবরণ

img

লোহা বা Fe একটি মৌল, অর্থাৎ এটি শুধুমাত্র একই ধরনের পরমাণু দিয়ে গঠিত এবং রাসায়নিকভাবে আর ভাঙা যায় না। অন্যদিকে বাতাস, পানি ও পিতলের বৈশিষ্ট্য ভিন্ন, তাই সেগুলো বিভিন্ন শ্রেণিতে পড়ে।

• বাতাস একটি মিশ্র পদার্থ, কারণ এতে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই-অক্সাইডসহ বিভিন্ন গ্যাস অনির্দিষ্ট অনুপাতে থাকে
• পানি বা H₂O একটি যৌগ, যেখানে নির্দিষ্ট অনুপাতে দুইটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু রাসায়নিকভাবে যুক্ত থাকে
• পিতল একটি সংকর ধাতু, যা তামা (Cu) ও দস্তা (Zn) মিশিয়ে তৈরি করা হয় এবং এটি রাসায়নিক যৌগ নয়, বরং ভৌত মিশ্রণ

Unfavorite

0

Updated: 7 hours ago

Related MCQ

© LXMCQ, Inc. - All Rights Reserved