চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না-
A
নিকেল
B
পিতল
C
লৌহ
D
ইস্পাত
উত্তরের বিবরণ
নিকেল, লোহা এবং ইস্পাত প্রকৃতিতে চৌম্বকীয় পদার্থ, অর্থাৎ এরা চৌম্বক আকর্ষণ অনুভব করে এবং নিজেও চুম্বকায়িত হতে পারে। এদের গঠনে এমন ধাতব কণিকা থাকে যা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে সুশৃঙ্খলভাবে সাজিয়ে শক্তিশালী চুম্বকীয় গুণ তৈরি করে। কিন্তু পিতল এ ধরনের বৈশিষ্ট্য বহন করে না।
• লোহা এবং নিকেল ফেরোম্যাগনেটিক উপাদান, তাই এদের চৌম্বক বৈশিষ্ট্য শক্তিশালী
• ইস্পাত মূলত লোহা ও কার্বনের সংকরধাতু, তাই এটিও চুম্বকায়িত হতে পারে
• পিতল তামা ও দস্তার সংকরধাতু, যার পরমাণু কাঠামো চৌম্বক ক্ষেত্রকে সমর্থন করে না
• তাই পিতল চৌম্বকীয় শক্তি দ্বারা আকৃষ্ট হয় না এবং অচৌম্বকীয় পদার্থ হিসেবে বিবেচিত হয়
0
Updated: 7 hours ago