নিম্নের নামগুলির মধ্যে মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে?
A
নীলিমা ইব্রাহিম
B
বেগম সুফিয়া কামাল
C
সেতারা বেগম
D
জাহানারা বেগম
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধে অসাধারণ সাহসিকতা ও অবদানের জন্য ক্যাপ্টেন সেতারা বেগমকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়, যা বাংলাদেশের gallantry award-এর অন্যতম স্বীকৃতি। তিনি ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা এবং যুদ্ধকালীন চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
• তিনি মূলত স্বাধীনতা সংগ্রাম চলাকালে গোপন চিকিৎসা সেবা, আহত মুক্তিযোদ্ধা উদ্ধার এবং যুদ্ধ সরঞ্জাম পরিবহনে যুক্ত ছিলেন
• ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও তিনি বিভিন্ন সীমান্তাঞ্চলে মানবিক ও চিকিৎসা সহায়তা প্রদান করেন
• তার কর্মদক্ষতা, নেতৃত্ব ও আত্মত্যাগ নারী মুক্তিযোদ্ধাদের ভূমিকা আরও দৃশ্যমান করে
• রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এই খেতাব তার অবদানকে জাতীয় ইতিহাসে স্থায়ীভাবে সম্মানিত করে
0
Updated: 7 hours ago
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে 'বীরপ্রতীক' উপাধিতে ভূষিত করা হয়?
Created: 2 weeks ago
A
তারামান বিবি ও ময়মুনা বিবি
B
সিতারা বেগম ও ময়মুনা বিবি
C
তারামন বিবি ও সিতারা বেগম
D
ময়মুনা বিবি ও তারামন বিবি
তারামন বিবি মুক্তিযুদ্ধে সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন। সিতারা বেগম একজন সাহসী সেবিকা ছিলেন, যিনি আহত মুক্তিযোদ্ধাদের সেবা করেছিলেন। এই দুই নারীকে তাদের সাহসিকতার জন্য “বীরপ্রতীক” খেতাব প্রদান করা হয়, যা মুক্তিযুদ্ধে নারীদের জন্য একটি বিরল সম্মান।
0
Updated: 2 weeks ago
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে মোট কতজনকে বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করা হয়েছে?
Created: 2 months ago
A
৬৭৪ জন
B
৬৭৫ জন
C
৬৭৬ জন
D
৬৮৬ জন
মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব
-
মুক্তিযুদ্ধের খেতাব প্রদান: ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর অসামান্য অবদান ও বীরত্বের জন্য মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়।
-
বীরশ্রেষ্ঠ: ৭ জন
-
বীরউত্তম: ৬৮ জন
-
বীরবিক্রম: ১৭৫ জন
-
বীরপ্রতীক: ৪২৬ জন
-
-
খেতাব সংশোধন: ৬ জুন ২০২১ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রদত্ত খেতাব বাতিল করে।
-
বর্তমান খেতাব সংখ্যা: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে।
-
বীরশ্রেষ্ঠ: ৭ জন
-
বীরউত্তম: ৬৭ জন
-
বীরবিক্রম: ১৭৪ জন
-
বীরপ্রতীক: ৪২৪ জন
-
উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীর প্রতীক খেতাব লাভ করেন-
Created: 2 months ago
A
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
B
সাইমন ড্রিং
C
অ্যালেন গিন্সবার্গ
D
রবিশঙ্কর
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
-
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীরপ্রতীক খেতাব লাভ করেন ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড।
-
তিনি অস্ট্রেলিয়ার নাগরিক, তবে জন্ম নেদারল্যান্ডসে।
-
১৯৭১ সালে তিনি ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন ২ নং সেক্টরে যুদ্ধ করেন।
-
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ায় মৃত্যু বরণ করেন।
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago