"Cymbeline" was written by-
A
John Wycliffe
B
Geoffrey Chaucer
C
William Shakespeare
D
William Langland
উত্তরের বিবরণ
• "Cymbeline" was written by - William Shakespeare.
• Cymbeline
- এটি William Shakespeare রচিত একটি নাটক।
- It is a comedy in five acts.
- Cymbeline হলো Shakespeare -এর কম পরিচিত কিন্তু জটিল নাটকগুলোর একটি।
- এটি প্রেম, ষড়যন্ত্র, ভুল বোঝাবুঝি, দেশপ্রেম এবং ক্ষমার গল্প নিয়ে গঠিত।
- নাটকের কেন্দ্রে রয়েছে ব্রিটেনের রাজা সাইমবেলাইন ও তার মেয়ে ইমোজেনের জীবন।
- According to Britannica and modern critics it is considered as a comedy or sometimes even a romance.
- এটি ১৬০৮-১০ সালের মধ্যে লেখা এবং ১৬২৩ সালে First Foilo এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Set in the pre-Christian Roman world, Cymbeline draws its main theme, that of a wager by a husband on his wife’s fidelity, from a story in Giovanni Boccaccio’s Decameron.
• Summary:
• নাটকে ব্রিটেনের রাজা Cymbeline এর কন্যা Imogen নিম্নবংশীয় Posthumus Leonatus এর সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। রাজা এই বিয়ে মেনে না নিয়ে Posthumusকে নির্বাসনে পাঠান।
• নির্বাসনে থাকা Posthumus, Imogen এর চরিত্র নিয়ে Iachimo এর সঙ্গে বাজি ধরে, যে Imogen কে প্রলুব্ধ করতে ব্যর্থ হয়। মিথ্যা প্রমাণ দিয়ে Iachimo, Posthumusকে বিভ্রান্ত করে। Posthumus রেগে Imogenকে হত্যা করতে নির্দেশ দেয়, কিন্তু Imogen পুরুষ বেশ ধারণ করে পালিয়ে যায়। রাজা Cymbeline er দ্বিতীয় স্ত্রী চায় তার ছেলে Cloten কে Imogen এর স্বামী বানাতে, কিন্তু cloten, Imogen কে খুঁজতে বের হয় এবং নিহত হয়।
• শেষে সত্য উদঘাটিত হয়। Posthumus জানতে পারে যে Imogen তাকে প্রতারণা করেনি। Iachimo তার ভুল স্বীকার করে। রোমান ও ব্রিটিশ সৈন্যদের মধ্যে যুদ্ধ শেষে সবার মধ্যে মিল-মিশ হয়। নাটকের শেষে রাজনীতি ও পারিবারিক বিভ্রান্তি মিটে যায়।
• William Shakespeare (1564-1616)
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
Source: Britannica.

0
Updated: 2 months ago
What is Bianca’s role in the handkerchief plot?
Created: 2 months ago
A
She steals it
B
She returns it angrily to Cassio
C
She hides it from Desdemona
D
She gives it to Iago directly
Bianca, Cassio-র প্রেমিকা, Cassio-র কাছ থেকে রুমালটি পেয়ে রাগে ফেরত দেয়। ওথেলো এটিকে প্রমাণ হিসেবে দেখে বিশ্বাস করে যে রুমালটি ডেসডিমোনা Cassio-কে দিয়েছে। এই ঘটনাই ওথেলোর সন্দেহকে নিশ্চিত করে তোলে এবং ট্র্যাজেডি চূড়ান্ত রূপ পায়।

3
Updated: 2 months ago
How does Stephano plan to become ruler of the island?
Created: 2 months ago
A
By marrying Miranda
B
By killing Alonso
C
By killing Prospero with Caliban’s help
D
By magic
Stephano ও Trinculo Caliban-এর সঙ্গে মিলে Prospero-কে হত্যা করার পরিকল্পনা করে। Stephano ভাবে এতে সে দ্বীপের রাজা হতে পারবে। কিন্তু তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়। এই কাহিনি নাটকের হাস্যরসের পাশাপাশি লোভ ও বোকামির প্রতীক।

2
Updated: 2 months ago
What does Iago suspect Othello of?
Created: 1 week ago
A
Plotting to kill him
B
Mistreating Desdemona
C
Sleeping with Emilia
D
Stealing from Roderigo
Iago মনে করে (বা এমন ভান করে) যে Othello তার স্ত্রী Emilia-র সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এই সন্দেহ থেকেই তার মনে গভীর হিংসা ও প্রতিশোধের বীজ জন্মায়।
-
প্রথমত, Iago বিশ্বাস করায় যে Othello তার সম্মান নষ্ট করেছে—এই ধারণা তাকে মানসিকভাবে অস্থির করে তোলে।
-
দ্বিতীয়ত, এই অভিযোগ আসলে একটি মিথ্যা অজুহাত (fabricated motive)—Iago নিজের অপরাধবোধ ও ঈর্ষাকে ঢাকতে এই কারণটি ব্যবহার করে।
-
সবশেষে, এই মিথ্যা সন্দেহই Othello-র প্রতি তার ঘৃণার প্রধান প্রেরণা হয়ে ওঠে, যা তাকে ধীরে ধীরে এক ভয়ংকর ষড়যন্ত্রের পথে ঠেলে দেয়।

0
Updated: 1 week ago