কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়?
A
পুণ্ড্র
B
গৌড়
C
রাঢ়
D
মৌর্য
উত্তরের বিবরণ
মৌর্য ছিল একটি শক্তিশালী সাম্রাজ্য, জনপদ নয়। চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে এটি প্রাচীন ভারতের বিশাল অঞ্চলে বিস্তৃত হয়েছিল। অন্যদিকে বাকি নামগুলো বাংলার প্রাচীন জনপদ হিসেবে পরিচিত এবং রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অঞ্চলভেদে স্বতন্ত্র ভূমিকা পালন করেছিল।
• মৌর্য সাম্রাজ্য খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে প্রতিষ্ঠিত হয়ে দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ ভূখণ্ড শাসন করেছিল
• পুন্ড্র, গঙ্গারিডাই এবং বরেন্দ্র প্রাচীন বাংলার আঞ্চলিক জনপদ, যেখানে স্বতন্ত্র প্রশাসন ও সামাজিক কাঠামো ছিল
• জনপদগুলো স্থানীয় সংস্কৃতি, কৃষি, বাণিজ্য ও প্রশাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত
• মৌর্য সাম্রাজ্য কেন্দ্রীয় প্রশাসনের ওপর ভিত্তি করে বিস্তৃতি লাভ করে এবং বাংলার জনপদগুলো পরবর্তীতে এর অংশ হয়ে যায়
0
Updated: 7 hours ago
হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল-
Created: 6 months ago
A
১৯৪৫ সালের আগস্ট মাসে
B
১৯৪৫ সালের মে মাসে
C
১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে
D
১৯৪৪ সালের আগস্ট মাসে
• লিটলবয় ও ফ্যাটম্যান:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের পথে, তখন আগস্টের জাপানের — হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র।
- বিশ্বে প্রথম কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল গণবিধ্বংসী মারণাস্ত্র।
- মারা গিয়েছিল হাজার হাজার মানুষ।
- জাপানের হিরোশিমা শহরে — ৬ আগস্ট, ১৯৪৫ সালে বোমা বর্ষণ করে।
- নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয়।
- ৯ আগস্ট, ১৯৪৫ সালে — নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে।
- নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো — ফ্যাটম্যান।
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট — হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।
উৎস: History.com.
0
Updated: 6 months ago
বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?
Created: 5 days ago
A
ময়নামতি
B
পাহাড়পুর
C
মহাস্থানগড়
D
সোনারগাঁও
পুণ্ড্র বাংলাদেশের প্রাচীনতম জনপদ হিসেবে পরিচিত এবং প্রাচীন সভ্যতা, রাজনীতি ও নগরায়ণের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এ জনপদের রাজধানী ছিল পুণ্ড্রনগর, যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত। মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র হিসেবে ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে।
• মহাস্থানগড় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত
• এটি মौर্য, গুপ্ত, পালসহ বিভিন্ন যুগের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল
• এখানে পাওয়া যায় শিলালিপি, প্রত্নমুদ্রা, দূর্গ, প্রাচীর ও প্রাচীন স্থাপত্যের নিদর্শন
• মহাস্থানগড়ে রয়েছে শাহ সুলতান বলখী (মাহিসওয়ার) এর মাজার
• বেহুলার বাসরঘর, বৈরাগীর ভিটাসহ বহু প্রত্নস্থান এখনো গবেষণার মূল্যবান উৎস
0
Updated: 5 days ago
বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?
Created: 1 month ago
A
পুণ্ড্র
B
সমতট
C
রাঢ়
D
হরিকেল
পুন্ড্র বাংলার সর্বপ্রাচীন জনপদ। এটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল (রাজশাহী, বগুড়া, রংপুর দিনাজপুর) নিয়ে বিস্তৃত ছিল। করতোয়া নদীর তীরে অবস্থিত পুন্ড্র রাজ্যের রাজধানী ছিল পুন্ড্রনগর, বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুন্ড্রই ছিল বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ রাজ্য।
0
Updated: 1 month ago