বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
A
মেঘনা
B
কর্ণফুলী
C
পদ্মা
D
যমুনা
উত্তরের বিবরণ
মেঘনা নদীর জলপ্রবাহ অন্যান্য প্রধান নদীর তুলনায় বেশি বলে পরিচিত, কারণ এটি বহু উপনদী ও পার্শ্ববর্তী নদীর পানি বহন করে একত্রে মোহনায় প্রবেশ করে। বিশেষ করে বর্ষাকালে এর পানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং বাংলাদেশের বৃহৎ নদীগুলোর মধ্যে এটিকে সর্বাধিক জলবাহী নদী হিসেবে গণ্য করা হয়।
• মেঘনা নদী মূলত সুরমা-কুশিয়ারা এবং বরাক নদী থেকে উৎপন্ন বিপুল পানি বহন করে
• বর্ষা মৌসুমে হিমালয় উৎস থেকে নেমে আসা পানি ও বৃষ্টিপাতের কারণে প্রবাহ আরও বৃদ্ধি পায়
• এর নদীপথ বিস্তৃত এবং গভীর হওয়ায় প্রচুর পানি ধারণ ও প্রবাহের ক্ষমতা রয়েছে
• বাংলাদেশের জলবিজ্ঞান ও নদী ব্যবস্থায় মেঘনা নদী পরিবেশ, নৌপরিবহন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
0
Updated: 7 hours ago