প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কী?
A
রাজা শশাঙ্ক
B
গিয়াস উদ্দীন আজম শাহ
C
ফকরুদ্দীন মোবারক শাহ
D
লক্ষণ সেন
উত্তরের বিবরণ
সপ্তম শতাব্দীতে রাজা শশাঙ্ক বাংলার রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তিনিই প্রথম স্বাধীন শাসক হিসেবে স্বীকৃত। তাঁর পূর্বে বাংলায় স্বাধীন ক্ষমতা প্রতিষ্ঠিত ছিল না; বেশিরভাগ সময়ই এটি গুপ্ত বা অন্যান্য বৃহৎ সাম্রাজ্যের অধীনে ছিল।
• রাজা শশাঙ্ক গৌড়রাজ্য প্রতিষ্ঠা করেন এবং রাজধানী হয় কর্ণসুবর্ণে (বর্তমান মুর্শিদাবাদ অঞ্চল)
• তিনি নালন্দা ও বৌদ্ধধর্ম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরোধিতার কারণে ঐতিহাসিকভাবে আলোচিত
• সমসাময়িক রাজা হর্ষবর্ধন ও পালারা পরে বাংলার মধ্যযুগীয় শাসনে প্রভাব ফেলে
• তাঁর শাসন বাংলার স্বাধীন রাজনৈতিক পরিচয়ের সূচনা করে
0
Updated: 7 hours ago
নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম-
Created: 6 months ago
A
ইউনিটা
B
সান্ডিনিস্টা
C
কন্ট্রা
D
সোয়াপো
• নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম- 'কন্ট্রা'।
• কনট্রাগুলি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত ও অনুপ্রেরিত ডানপন্থী বিদ্রোহী গোষ্ঠী যা ১৯৯৯ থেকে ১৯৯০-এর দশকের গোড়ার দিকে নিকারাগুয়ায় জাতীয় পুনর্গঠন সরকারের সমাজতান্ত্রিক সান্দিনিস্তা জান্তার বিরোধিতা করে সক্রিয় ছিল।
- ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের একটি অস্ত্রভর্তি বিমান ইসরায়েল হয়ে ইরানের একটি বিমানবন্দরে অবতরণ করে।
- অস্ত্র বিক্রির সম্পূর্ণ টাকা নিকারাগুয়ার কমিউনিস্ট সরকারে পতনের জন্য গড়ে উঠা কন্ট্রা বিদ্রোহী গ্রুপকে সাহায্য হিসেবে প্রদান করা হয়।
• নিকারাগুয়া:
- নিকারাগুয়া মধ্য আমেরিকার একটি দেশ।
- এটি মধ্য আমেরিকার বৃহত্তম দেশ।
- ১৮২১ সালে স্পেন থেকে স্বাধীনতা লাভ করে।
- দেশটির সবচেয়ে বিখ্যাত আগ্নেয়গিরি হল মাসায়া।
- মার্কিন হস্তক্ষেপ:
বিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্রের বহুবার নিকারাগুয়ার রাজনীতিতে হস্তক্ষেপের ঘটনা ঘটেছে। বিশেষত ১৯৮০-এর দশকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র কন্ট্রা বিদ্রোহীদের সমর্থন করেছিল যারা স্যান্ডিনিস্টা সরকারকে উৎখাত করার চেষ্টা করছিল।
উৎস: Encyclopedia Britannica, ব্রিটানিকা।
0
Updated: 6 months ago
কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম-
Created: 6 months ago
A
কাশাভুবু
B
প্যাট্রিক লুমুম্বা
C
শোম্বে
D
মবুতু
• কঙ্গোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়ের চিরস্থায়ী নাম — প্যাট্রিক লুমুম্বা।
• গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র:
- গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র।
- পূর্বে এটি জায়ারে নামে পরিচিত ছিল।
- কঙ্গোর রাজধানী কিনসাসা এবং সরকারী ভাষা ফরাসি।
- বেলজিয়াম থেকে ১৯৬০ সালে স্বাধীনতা লাভ করে।
• প্যাট্রিস লুমুম্বা (1925-1961):
- কঙ্গো প্রজাতন্ত্রের — প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ।
- একজন আফ্রিকান জাতীয়তাবাদী নেতা।
- মাত্র ৩৫ বছরের একটি জীবন পেয়েছিলেন প্যাট্রিস লুমুম্বা।
- ক্ষণস্থায়ী সে জীবন উৎসর্গিত হয়েছিল জন্মভূমির স্বাধীনতার লড়াইয়ে।
উৎসঃ www.history.com, Britannica.com.
0
Updated: 6 months ago
পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয়-
Created: 13 hours ago
A
১৯৬১ সালে
B
১৯৫২ সালে
C
১৯৫০ সালে
D
১৯৫১ সালে
১৯৫০ সালে জমিদারি প্রথা বিলোপ আইন পাসের মাধ্যমে প্রজাদের অধিকার প্রতিষ্ঠা ও ভূমির মালিকানা ব্যবস্থায় বড় পরিবর্তন ঘটে। এই আইন প্রবর্তনের ফলে পূর্ববঙ্গের দীর্ঘদিনের শোষণমূলক জমিদারি প্রথার অবসান হয় এবং কৃষকদের ভূমির মালিকানা নিশ্চিত করা হয়।
• আইনটির নাম ছিল পূর্ববঙ্গ রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইন (East Bengal State Acquisition and Tenancy Act, 1950)।
• জমিদারদের মধ্যবর্তী মালিকানা বাতিল করে কৃষকদের সরাসরি রাষ্ট্রের সাথে সম্পর্ক নির্ধারণ করা হয়।
• এই আইনের ফলে কৃষক তার চাষ করা জমির ওপর অধিকারের স্বীকৃতি পায় এবং খাজনা ব্যবস্থায় সংস্কার ঘটে।
• এর মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ হয় এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কমানোর প্রচেষ্টা সফল হয়।
• এই আইন বাংলাদেশের ভূমি সংস্কারের ভিত্তি হিসেবে বিবেচিত।
0
Updated: 13 hours ago