A
All the world’s a stage
B
To be, or not to be
C
Et tu, Brute?
D
O brave new world
উত্তরের বিবরণ
হ্যামলেটের বিখ্যাত মনস্তাত্ত্বিক বক্তব্য বা সলিলক্যু “To be, or not to be” (অর্থাৎ, “অস্তিত্ব থাকা না থাকা”) Act 3, Scene 1 এ শুরু হয়। এটি ইংরেজি নাটকের অন্যতম পরিচিত এবং গুরুত্বপূর্ণ উক্তি। এখানে হ্যামলেট জীবনের দুঃখ-কষ্ট এবং আত্মহত্যার ভাবনায় নিজেকে প্রশ্ন করছে — জীবনে থাকা উচিত কি না, বা মৃত্যু কি জীবনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে কি না।
অন্য বিকল্পগুলো:
-
a) All the world’s a stage – এটি উইলিয়াম শেক্সপিয়রের আরেক নাটক “As You Like It” থেকে।
-
c) Et tu, Brute? – এটি জুলিয়াস সিজারের বিখ্যাত লাইন, যখন সে ব্রুটাসের হাতে হত্যা হয়।
-
d) O brave new world – এটি শেক্সপিয়রের “The Tempest” নাটকের একটি লাইন।
সুতরাং, Hamlet-এর সলিলক্যুর শুরু "To be, or not to be" সবচেয়ে বিখ্যাত এবং সঠিক উত্তর

0
Updated: 3 weeks ago
Why does Iago want Cassio to ask Desdemona for help?
Created: 2 weeks ago
A
To restore Cassio’s honor
B
To make Othello jealous
C
To prove Desdemona’s kindness
D
To test Cassio’s loyalty
Iago পরিকল্পনা করে যে Cassio যদি Desdemona-র কাছে নিজের পদ ফেরানোর জন্য অনুরোধ করে, তবে Othello-র কাছে এটি প্রেমের সম্পর্ক মনে হবে। এতে ঈর্ষা ও অবিশ্বাস বাড়বে, যা Iago-র ষড়যন্ত্রকে সফল করবে।

0
Updated: 2 weeks ago
Why does Cordelia refuse to exaggerate her love for Lear?
Created: 2 weeks ago
A
She wants to test her sisters
B
She values truth over flattery
C
She wants to anger Lear deliberately
D
She does not understand politics
কর্ডেলিয়া বিশ্বাস করে সত্যিকারের ভালোবাসা অতিরঞ্জিত করে প্রকাশ করা উচিত নয়। সে চাটুকারিতা এড়িয়ে আন্তরিকতা বজায় রাখে, যদিও জানে এতে তার উত্তরাধিকার হারানোর ঝুঁকি আছে। এই সততা তার চরিত্রের মহত্ত্ব প্রকাশ করে, কিন্তু লিয়ারের ভুল বোঝাবুঝি ও ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়, যা নাটকের ট্র্যাজেডি গভীর করে।

0
Updated: 2 weeks ago
Why does Othello go to Cyprus after his marriage?
Created: 2 weeks ago
A
To escape Brabantio’s anger
B
To lead the defense against the Turkish fleet
C
To start a new life with Desdemona
D
To meet Cassio
ওথেলোকে ভেনিসের সেনাপতি হিসেবে সাইপ্রাস পাঠানো হয়, কারণ তুর্কি নৌবাহিনীর হুমকি ছিল। এখানে যুদ্ধের পরিবর্তে প্রেম, ষড়যন্ত্র এবং ট্র্যাজেডির ঘটনাপ্রবাহ এগোয়। স্থান পরিবর্তনের মাধ্যমেই নাটকের পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়।

0
Updated: 2 weeks ago