Which English poet does Sidney praise for enriching the English language?
A
Milton
B
Shakespeare
C
Chaucer
D
Wyatt
উত্তরের বিবরণ
Sidney ইংরেজি ভাষাকে সমৃদ্ধ করার জন্য Chaucer কে প্রশংসা করেছেন। Chaucer ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি যিনি ইংরেজি সাহিত্যে নতুন শব্দ ও ভাব যোগ করেন। Sidney বলেন, Chaucer এর কাজ ইংরেজি ভাষাকে সুন্দর ও উন্নত করেছে। তাই তিনি Chaucer কে ইংরেজি ভাষার উন্নয়নের জন্য বিশেষভাবে সম্মান করেন।
0
Updated: 5 months ago
Kicking the bucket is a humorous _____ for dying.
Created: 1 month ago
A
addendum
B
aphorism
C
euphemism
D
Denotation
Kicking the bucket হলো একটি হাস্যরসাত্মক euphemism, যা মৃত্যুকে সংক্ষেপে এবং কোমলভাবে বোঝায়।
-
Kick the bucket
-
English অর্থ: to die
-
Bangla অর্থ: মারা যাওয়া (হাস্যরস বা কোমলভাবে ব্যবহার করা হয়)
-
-
Euphemism হলো ভাষার একটি রূপ, যা অপ্রিয় বা কঠোর বিষয়কে সৌম্য ও প্রীতিকরভাবে প্রকাশ করে।
-
ইংরেজি সাহিত্যে euphemism-এর অর্থ: সুভাষণ বা কোমল প্রকাশ (inoffensive expression)।
-
অস্বাভাবিক, কঠোর বা কর্কশ শব্দের পরিবর্তে মৃদু, শ্রুতিমধুর বা সৌম্য শব্দ ব্যবহার করা হয়।
-
এটি প্রায়শই দৈনন্দিন কথোপকথনে ব্যবহার হয় যাতে কঠিন বা দু:খজনক পরিস্থিতি সহজ ও শালীনভাবে উপস্থাপন করা যায়।
-
-
Examples of Euphemism
-
“Kick the bucket” → মানুষের মৃত্যু বোঝায়।
-
“She’s a curvy woman” → প্রায়শই “overweight” বোঝানোর জন্য ব্যবহৃত কোমল শব্দ।
-
0
Updated: 1 month ago
Which Shakespeare play is set in the city of Verona?
Created: 2 months ago
A
Macbeth
B
Romeo and Juliet
C
Much Ado About Nothing
D
A Midsummer Night’s Dream
✦ Romeo and Juliet (নাটক)
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Romance / Tragedy
-
প্রেক্ষাপট: Verona, Italy
-
প্রধান চরিত্রসমূহ:
-
Romeo (Montague পরিবার)
-
Juliet (Capulet পরিবার)
-
Montego, Lady Montego
-
Capulet, Lady Capulet
-
-
কাহিনি সংক্ষেপ:
-
দুই শত্রু পরিবারের দুই তরুণ-তরুণী একে অপরের প্রেমে পড়ে।
-
তাদের প্রেম গোপনে বিবাহে পরিণত হয়।
-
পারিবারিক শত্রুতার কারণে সম্পর্ক জটিল হয়।
-
ভুল বোঝাবুঝি ও দুর্ভাগ্য তাদের ট্র্যাজেডিতে নিয়ে আসে।
-
আত্মত্যাগের মাধ্যমে তাদের ভালোবাসা শেষমেশ পরিবারের মধ্যে শান্তি স্থাপন করে।
-
✦ William Shakespeare (১৫৬৪–১৬১৬)
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পরিচয়: English poet, dramatist, actor
-
খ্যাতি:
-
English national poet
-
Bard of Avon বা Swan of Avon
-
-
সাহিত্যিক অবদান:
-
৩৭টি নাটক (Plays)
-
১৫৪টি সনেট (Sonnets)
-
✦ Notable Works
Tragedy:
-
Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
Comedy:
-
As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
Famous Poems:
-
Shall I Compare Thee to a Summer Day (Sonnet 18)
-
The Rape of Lucrece
-
Venus and Adonis
0
Updated: 2 months ago
They shouted so loudly, it made her ________ her glass.
Created: 1 month ago
A
drop
B
to drop
C
droping
D
droped
Causative verb হলো সেই verb যা subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। উপরের বাক্যে ‘They shouted so loudly, it made her drop her glass’, এখানে ‘made’ হলো causative verb, কারণ subject (they) নিজে কাজ না করে অন্যকে (her) কাজ করতে প্ররোচিত করেছে।
-
Causative verbs: Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল ব্যবহৃত।
-
Make এর ব্যবহার:
-
Make-এর পরে যদি কোনো ব্যক্তি বা বস্তু থাকে, তবে verb-এর base form বসে।
-
উদাহরণ: They made her drop her glass.
-
এখানে her হলো ব্যক্তি, তাই drop verb-এর base form ব্যবহার হয়েছে।
-
-
0
Updated: 1 month ago