নিম্নের কোন দেশটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট জি-৮ (G-8) এর সদস্য নয়?
A
সুইডেন
B
রাশিয়া
C
জাপান
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
জি-৮ মূলত উন্নত শিল্পোন্নত দেশগুলোর একটি জোট হিসেবে পরিচিত ছিল, যেখানে অর্থনীতি, বাণিজ্য, বৈশ্বিক নিরাপত্তা এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতো। শুরুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, রাশিয়া, জার্মানি, ইতালি এবং ফ্রান্স—এই আটটি দেশ সদস্য ছিল।
• রাশিয়া ১৯৯৭ সালে সদস্য হিসেবে যুক্ত হয় এবং তখন নাম হয় G-8।
• ২০১৪ সালে ক্রিমিয়া সংকট ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে রাশিয়াকে সদস্যপদ থেকে বাদ দেওয়া হয়।
• রাশিয়ার বহিষ্কারের পর জোটটি আবার পূর্বের কাঠামোতে ফিরে গিয়ে G-7 নামে পরিচিত হয়।
• বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, জার্মানি, ইতালি এবং ফ্রান্স এই জোটের সদস্য।
0
Updated: 8 hours ago
D-8 (Developing Eight) কী ধরনের জোট?
Created: 1 month ago
A
সামরিক
B
সংস্কৃতিক
C
অর্থনৈতিক
D
দ্বিপাক্ষিক
D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক সহযোগিতার জন্য গঠিত একটি জোট।
-
গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭
-
সদর দফতর: ইস্তাম্বুল, তুরস্ক
-
সদস্য দেশসমূহ: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া
-
বর্তমান মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম
-
শীর্ষ সম্মেলন: প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়
0
Updated: 1 month ago
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
Created: 1 month ago
A
ASEAN
B
SAFTA
C
EU
D
WTO
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)। বর্তমান সদস্য সংখ্যা ২৭ । ১ নভেম্বর ১৯৯৩ সালে ম্যাসট্রিক চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এর সদর দপ্তর অবস্থিত।
0
Updated: 1 month ago