What is the role of the ghost in the play?
A
Comic relief
B
A friend to Hamlet
C
Hamlet’s father’s spirit
D
A fortune teller
উত্তরের বিবরণ
শেক্সপিয়ারের "Hamlet" নাটকে ভূতটি হলো হ্যামলেটের মৃত পিতার আত্মা — ডেনমার্কের প্রাক্তন রাজা। এই ভূতটি নাটকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মূল রহস্য উন্মোচনকারী:
ভূত হ্যামলেটকে জানায় যে তাকে তার ভাই ক্লডিয়াস হত্যা করেছে রাজ্যের মুকুট দখলের জন্য।
➤ এটি পুরো নাটকের প্রতিশোধমূলক গল্পের সূত্রপাত ঘটায়।-
হ্যামলেটের দ্বন্দ্ব সৃষ্টি করে:
ভূতের কথা বিশ্বাস করা উচিত কিনা—এই প্রশ্ন হ্যামলেটের মধ্যে মানসিক দ্বন্দ্ব তৈরি করে। -
নৈতিক ও আত্মিক বোঝাপড়া তৈরি করে:
ভূত তার ছেলেকে হত্যার প্রতিশোধ নিতে বলে, কিন্তু মাতাকে শাস্তি না দিতে বলে—এটি নাটকে নৈতিক ও মানসিক জটিলতা যোগ করে।
ভূতটি কেবল একটি ভৌতিক চরিত্র নয়, বরং নাটকের প্লট চালনা ও চরিত্রগুলোর বিকাশে এক কেন্দ্রীয় চালিকা শক্তি।

1
Updated: 2 months ago
"What's done cannot be undone." — This quote is from -
Created: 1 month ago
A
Macbeth
B
Hamlet
C
Othello
D
King Lear
Macbeth
-
Shakespeare-এর সবচেয়ে ছোট Tragedy।
-
মূল চরিত্র: Macbeth (tragic hero)।
-
বিষয়: King Duncan-কে হত্যা, ক্ষমতার লোভ, বিশ্বাসঘাতকতা ও করুণ পরিণতি।
-
শুরুতে Three Witches ভবিষ্যদ্বাণী করে Macbeth রাজা হবে।
-
Lady Macbeth-এর প্ররোচনায় Macbeth রাজা Duncan-কে হত্যা করে।
-
ক্ষমতা ধরে রাখতে আরও হত্যাকাণ্ড ঘটায়।
-
Lady Macbeth পাগল হয়ে মারা যায়।
-
শেষে Macduff-এর হাতে Macbeth নিহত হয় এবং শান্তি ফিরে আসে।
Famous Quotations
-
"Fair is foul, and foul is fair."
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand."
-
"Life is but a walking shadow."
-
"What's done cannot be undone."
-
"Look like the innocent flower, But be the serpent under it."
William Shakespeare
-
জন্ম: Stratford-upon-Avon।
-
পরিচয়: English poet, dramatist, actor।
-
খেতাব: English National Poet, Bard of Avon।
-
সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচিত।
চাও কি আমি Macbeth অংশটা আরও timeline আকারে (Step by Step events) সাজিয়ে দিই যেন মনে রাখা সহজ হয়?

0
Updated: 1 month ago
Why does Prospero cherish Miranda above all else?
Created: 2 months ago
A
She is his only child
B
She is a loyal servant
C
She helps in magic
D
She rules the island
Miranda Prospero-র একমাত্র সন্তান। তার মায়ের মৃত্যু হয়েছে, তাই Prospero তার সমস্ত ভালোবাসা ও যত্ন মেয়ের ওপর ঢেলে দেয়। Miranda-কে কেন্দ্র করেই Prospero জীবনের আশা, ভবিষ্যৎ ও পুনর্জীবনের প্রতীক খুঁজে পায়। তাই তিনি সর্বদা তাকে রক্ষা ও স্নেহ করেন।

1
Updated: 2 months ago
How does Prospero control Caliban, Trinculo, and Stephano during their plot?
Created: 2 months ago
A
With soldiers
B
With magic illusions and spirits
C
With Miranda’s help
D
With Ariel’s songs
Prospero জাদু ব্যবহার করে Caliban, Trinculo ও Stephano-কে প্রতারিত করে। তারা ভেবেছিল Prospero-কে হত্যা করতে পারবে, কিন্তু বিভ্রম ও আত্মাদের সাহায্যে Prospero তাদের দমন করে। এই ঘটনা জাদুর শক্তি এবং প্রতারণার মাধ্যমে শত্রু পরাস্ত করার প্রতীক।

1
Updated: 2 months ago