Who becomes King at the end of "Hamlet"?
A
Laertes
B
Claudius
C
Fortinbras
D
Horatio
উত্তরের বিবরণ
উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি "Hamlet" নাটকের শেষ দৃশ্যে ডেনমার্কের রাজপরিবারের প্রায় সবাই মৃত্যুবরণ করে—হ্যামলেট, ক্লডিয়াস, গার্ট্রুড, এবং লায়ার্টিস।
হ্যামলেট মৃত্যুর পূর্বে নরওয়ের রাজপুত্র ফোর্টিনব্রাস (Fortinbras)-এর গুণের প্রশংসা করে তাকে ডেনমার্কের ভবিষ্যৎ রাজা হিসেবে সুপারিশ করে।
নাটকের শেষাংশে Fortinbras ডেনমার্কে এসে উপস্থিত হয় এবং হ্যামলেটের মৃত্যুর কথা শুনে তার প্রতি সম্মান প্রদর্শন করে।
এভাবেই Fortinbras ডেনমার্কের নতুন রাজা হন।
সংক্ষেপে মনে রাখার টিপস
-
Claudius: খল চরিত্র, হ্যামলেটের হাতে নিহত।
-
Laertes: প্রতিশোধ নিতে এসে নিহত হয়।
-
Horatio: বেঁচে থাকে কিন্তু রাজা হয় না।
-
Fortinbras: শান্তিপূর্ণভাবে ক্ষমতা নেয় এবং রাজা হয়।
তাই, Fortinbras-ই হন "Hamlet" নাটকের শেষের নতুন রাজা।

1
Updated: 2 months ago
Why does Macbeth initially hesitate to murder King Duncan?
Created: 3 weeks ago
A
He fears the consequences and moral guilt
B
He doubts the witches’ prophecy
C
He wants to wait for Malcolm
D
He plans to go into exile
ম্যাকবেথ প্রথমে ডানকান হত্যা করতে দ্বিধা অনুভব করেন কারণ তিনি জানেন এটি নৈতিকভাবে ভুল এবং তার প্রভাব মারাত্মক হতে পারে।
হত্যাকাণ্ডের পর প্রজাদের প্রতি বিশ্বাস ক্ষতিগ্রস্ত হবে। ম্যাকবেথের চরিত্রে নৈতিক দ্বন্দ্ব এবং মানবিক ভয় স্পষ্টভাবে প্রকাশ পায়। শেক্সপিয়ার দেখিয়েছেন ক্ষমতার লোভ এবং নৈতিকতার সংঘাত কিভাবে চরিত্রকে প্রভাবিত করে।

0
Updated: 3 weeks ago
What message does Fortinbras’s success convey at the end?
Created: 2 months ago
A
Revenge leads to glory
B
Decisive action prevails over hesitation
C
Politics is superior to war
D
Alliances are most important
Fortinbras বিনা দ্বিধায় তার লক্ষ্য পূরণ করে এবং ডেনমার্কের সিংহাসন দখল করে। এটি Hamlet-এর দীর্ঘসূত্রিতা ও দ্বিধার বিপরীতে দাঁড়ায়, বোঝায় যে দ্রুত সিদ্ধান্ত ও দৃঢ়তা প্রায়ই সাফল্যের চাবিকাঠি।

3
Updated: 2 months ago
"Cymbeline" was written by-
Created: 2 months ago
A
John Wycliffe
B
Geoffrey Chaucer
C
William Shakespeare
D
William Langland
• "Cymbeline" was written by - William Shakespeare.
• Cymbeline
- এটি William Shakespeare রচিত একটি নাটক।
- It is a comedy in five acts.
- Cymbeline হলো Shakespeare -এর কম পরিচিত কিন্তু জটিল নাটকগুলোর একটি।
- এটি প্রেম, ষড়যন্ত্র, ভুল বোঝাবুঝি, দেশপ্রেম এবং ক্ষমার গল্প নিয়ে গঠিত।
- নাটকের কেন্দ্রে রয়েছে ব্রিটেনের রাজা সাইমবেলাইন ও তার মেয়ে ইমোজেনের জীবন।
- According to Britannica and modern critics it is considered as a comedy or sometimes even a romance.
- এটি ১৬০৮-১০ সালের মধ্যে লেখা এবং ১৬২৩ সালে First Foilo এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Set in the pre-Christian Roman world, Cymbeline draws its main theme, that of a wager by a husband on his wife’s fidelity, from a story in Giovanni Boccaccio’s Decameron.
• Summary:
• নাটকে ব্রিটেনের রাজা Cymbeline এর কন্যা Imogen নিম্নবংশীয় Posthumus Leonatus এর সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। রাজা এই বিয়ে মেনে না নিয়ে Posthumusকে নির্বাসনে পাঠান।
• নির্বাসনে থাকা Posthumus, Imogen এর চরিত্র নিয়ে Iachimo এর সঙ্গে বাজি ধরে, যে Imogen কে প্রলুব্ধ করতে ব্যর্থ হয়। মিথ্যা প্রমাণ দিয়ে Iachimo, Posthumusকে বিভ্রান্ত করে। Posthumus রেগে Imogenকে হত্যা করতে নির্দেশ দেয়, কিন্তু Imogen পুরুষ বেশ ধারণ করে পালিয়ে যায়। রাজা Cymbeline er দ্বিতীয় স্ত্রী চায় তার ছেলে Cloten কে Imogen এর স্বামী বানাতে, কিন্তু cloten, Imogen কে খুঁজতে বের হয় এবং নিহত হয়।
• শেষে সত্য উদঘাটিত হয়। Posthumus জানতে পারে যে Imogen তাকে প্রতারণা করেনি। Iachimo তার ভুল স্বীকার করে। রোমান ও ব্রিটিশ সৈন্যদের মধ্যে যুদ্ধ শেষে সবার মধ্যে মিল-মিশ হয়। নাটকের শেষে রাজনীতি ও পারিবারিক বিভ্রান্তি মিটে যায়।
• William Shakespeare (1564-1616)
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
Source: Britannica.

0
Updated: 2 months ago