সমাধান:
A ∩ B মানে A এবং B–তে যে উপাদানগুলো সাধারণ।
কিন্তু B শূন্য সেট (∅), তাই এতে কোনো উপাদান নেই।
সুতরাং A-এর সাথে B-এর কোনো সাধারণ উপাদান নেই।
উত্তর: ∅
A = {-1,1,2} এবং B = ∅ হলে,A∩B এর মান হবে-
A
{-1,1,2}
B
{−1,1,2,∅}
C
∅
D
{−1,∅}
উত্তরের বিবরণ
0
Updated: 9 hours ago
৩০ কি.মি পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘণ্টা সময় কম লাগত। জয়নুলের গতি কত ছিল?
Created: 2 months ago
A
৪ কি.মি./ঘণ্টা
B
৫ কি.মি./ঘণ্টা
C
৬ কি.মি./ঘণ্টা
D
৭.৫ কি.মি./ঘণ্টা
0
Updated: 2 months ago
All possible three-digit numbers are formed by the digits 1, 2, 3, 5, 6 (without repetition). If one number is chosen randomly, what is the probability that it is divisible by 5?
Created: 2 months ago
A
1/3
B
5/12
C
5/12
D
1/5
Question: All possible three-digit numbers are formed by the digits 1, 2, 3, 5, 6 (without repetition). If one number is chosen randomly, what is the probability that it is divisible by 5?
Solution:
প্রদত্ত অঙ্কগুলো: 1, 2, 3, 5, 6
তাহলে, তিন অঙ্কের মোট সংখ্যা = 5P3 = 5 × 4 × 3 = 60 টি।
একটি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে যদি তার শেষ অংকটি 5 হয়।
• শেষ অংকটি 5 (১টি উপায়)।
• বাকি চারটি অংক (1, 2, 3, 6) থেকে প্রথম দুটো স্থান পূরণ করতে হবে।
• প্রথম দুটো স্থান পূরণ করার উপায় = 4P2 = 4 × 3 = 12 টি।
সুতরাং, 5 দ্বারা বিভাজ্য মোট সংখ্যা = 12 টি।
অতএব, সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবার সম্ভাবনা = (অনুকূল ফলাফল)/(মোট ফলাফল)
= 12/60
= 1/5
0
Updated: 2 months ago
কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ ১২০° হলে ঐ বৃত্তের পরিধিস্থ কোণ হবে--
Created: 9 hours ago
A
২৪০°
B
৬০°
C
৯০°
D
১২০°
সমাধান:
বৃত্তে পরিধিস্থ কোণ = কেন্দ্রস্থ কোণের অর্ধেক
উত্তরঃ 60°
0
Updated: 9 hours ago