3mx−1 = 3amx−2 হলে x এর মান কত?
A
2/m
B
2m
C
m/2
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
সমাধান:
উভয় পাশে একদিকে আনিঃ
যেহেতু উত্তর , সেক্ষেত্রে হলে সমীকরণটি নির্দিষ্ট মানে রূপ নেবে।
উত্তর:
0
Updated: 9 hours ago
w, x অপেক্ষা 10% কম হলে এবং y, z অপেক্ষা 30% কম হলে wy, xz অপেক্ষা শতকরা কত কম?
Created: 1 week ago
A
10%
B
20%
C
37%
D
40%
প্রশ্ন: w, x অপেক্ষা ১০% কম হলে এবং y, z অপেক্ষা ৩০% কম হলে wy, xz অপেক্ষা শতকরা কত কম?
সমাধান:
ধরা যাক,
w হলো x অপেক্ষা ১০% কম ⇒ w = 0.9x
y হলো z অপেক্ষা ৩০% কম ⇒ y = 0.7z
তাহলে,
wy = (0.9x) × (0.7z) = 0.63 xz
অতএব wy, xz এর ৬৩%।
শতকরা কত কম = (1 − 0.63) × 100% = 0.37 × 100% = 37%
উত্তর: গ) ৩৭%
0
Updated: 1 week ago
একটি জিনিস ৩৬ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত?
Created: 3 weeks ago
A
৪৮ টাকা
B
৫০ টাকা
C
৫২ টাকা
D
৪২ টাকা
প্রশ্নঃ একটি জিনিস ৩৬ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত?
সমাধানঃ
ধরি, ক্রয়মূল্য = টাকা
36 টাকায় বিক্রিতে ক্ষতি =
72টাকায় বিক্রিতে লাভ =
প্রশ্ন অনুযায়ী,
⇒
⇒
⇒
⇒
উত্তরঃ 48 টাকা
0
Updated: 3 weeks ago
x-3 - 0.001 = 0 হলে, x3 এর মান কত হবে?
Created: 4 days ago
A
1000
B
100
C
-100
D
10
x-3 - 0.001 = 0
⇒ 1/(x3) = 1/1000
∴ x3 = 1000
0
Updated: 4 days ago