A
Marries Hamlet
B
Becomes queen
C
Goes mad
D
Kills Claudius
উত্তরের বিবরণ
Ophelia হলেন উইলিয়াম শেকসপিয়রের “Hamlet” নাটকের একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র। তার বাবা Polonius কে যখন Hamlet ভুলক্রমে হত্যা করে, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং পাগল (mad) হয়ে যায়।
সে গানে গানে নিজের দুঃখ প্রকাশ করে, অদ্ভুত আচরণ করতে থাকে এবং ফুল বিলি করতে থাকে। এই মানসিক ভারসাম্যহীন অবস্থাতেই সে পরে জলে ডুবে মারা যায় — যেটা নাটকে দুর্ঘটনা না আত্মহত্যা, তা স্পষ্টভাবে বলা হয়নি। তবে তার মৃত্যুর আগে সে পাগল হয়ে যায়, এটাই নিশ্চিত।
সারাংশ: Ophelia goes mad before her death, due to the trauma of her father’s death and Hamlet’s behavior.

1
Updated: 3 weeks ago
Who
wrote the plays, ‘The Tempest’ and ‘The Mid Summer Night’s Dream’?
Created: 3 weeks ago
A
Ben Johnson
B
Christopher Marlowe
C
John Dryden
D
William Shakespeare
প্রশ্নে
উল্লিখিত দুটি comedy নাটক 'The Tempest' এবং 'The Mid Summer Night's Dream' এর রচয়িতা
হলেন William Shakespeare | William Shakespeare রচিত আরো কয়েকটি comedy নিম্নরূপ:
•
Merchant of Venice • The Comedy
of Errors • As You Like it • Twelfth Night • All's Well that Ends Well • The Taming of
the Shrew • Much Ado About Nothing • A Midsummer Night's Dream

0
Updated: 3 weeks ago
What is the main tragic flaw of Othello’s character?
Created: 2 weeks ago
A
Pride
B
Cowardice
C
Ambition
D
Jealousy
ওথেলোর প্রধান ট্র্যাজিক ত্রুটি হলো তার অতি ঈর্ষাপরায়ণ স্বভাব। সে ডেসডিমোনার ভালোবাসা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগে এবং সহজেই Iago-র মিথ্যা কথায় প্রতারিত হয়। এই ঈর্ষাই তাকে নিজের স্ত্রীকে হত্যা করতে প্ররোচিত করে এবং শেষমেশ তার আত্মবিনাশ ঘটায়।

0
Updated: 2 weeks ago
Who says: “This thing of darkness I acknowledge mine”?
Created: 2 weeks ago
A
Alonso
B
Prospero
C
Antonio
D
Ferdinand
Prospero Caliban সম্পর্কে এই উক্তিটি করে। সে স্বীকার করে যে Caliban তার দ্বীপেরই অংশ এবং তার দায়িত্বও বটে। এটি Prospero-র মানবিকতা ও আত্মস্বীকারোক্তির মুহূর্ত। এই লাইন নাটকের উপনিবেশবাদ, মানবিক দুর্বলতা ও দায়িত্ববোধের গভীর প্রতীক।

2
Updated: 2 weeks ago