নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস?
A
নাইট্রোজেন
B
অক্সিজেন
C
কার্বন ডাই-অক্সাইড
D
হাইড্রোজেন
উত্তরের বিবরণ
কার্বন ডাই-অক্সাইড একটি প্রধান গ্রিনহাউস গ্যাস, যা বায়ুমণ্ডলে তাপ ধরে রাখে এবং বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা বাড়ায়। প্রাকৃতিকভাবে এটি পরিবেশের অংশ হলেও মানুষের কার্যক্রম এর পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।
• কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো জ্বালানি পোড়ালে কার্বন ডাই-অক্সাইড সবচেয়ে বেশি নির্গত হয়।
• বন উজাড়ের ফলে গাছপালা কমে যাওয়ায় বায়ুমণ্ডলের অতিরিক্ত CO₂ শোষণ কমে যায়, যা পরিবেশ সংকটকে আরও তীব্র করে।
• এটি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মূল কারণগুলোর মধ্যে অন্যতম।
• বৈশ্বিক পরিবেশনীতি ও জলবায়ু চুক্তিতে CO₂ নিঃসরণ কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
0
Updated: 9 hours ago
নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
Created: 1 month ago
A
ক্লোরোফ্লোরো কার্বন
B
কার্বন ডাই অক্সাইড
C
নাইট্রাস অক্সাইড
D
অক্সিজেন
গ্রিনহাউজ গ্যাস নয় – অক্সিজেন।
0
Updated: 1 month ago
নিচের কোনটি গ্রিনহাউজ গ্যাস নয়?
Created: 1 month ago
A
কার্বন ডাই অক্সাইড (CO₂)
B
মিথেন (CH₄)
C
অক্সিজেন (O₂)
D
নাইট্রাস অক্সাইড (N₂O)
গ্রিনহাউজ গ্যাস হলো সেই ধরনের গ্যাস, যা বায়ুমণ্ডলে তাপ ধরে রাখতে সাহায্য করে এবং গ্রিনহাউজ ইফেক্ট সৃষ্টি করে। এগুলো পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
• গ্রিনহাউজ ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে গ্রিনহাউজ গ্যাস বলা হয়।
• উল্লেখযোগ্য গ্রিনহাউজ গ্যাসের মধ্যে রয়েছে:
-
জলীয় বাষ্প
-
কার্বন ডাই অক্সাইড (CO₂)
-
নাইট্রাস অক্সাইড (N₂O)
-
মিথেন (CH₄)
-
ওজোন (O₃)
-
ক্লোরোফ্লোরো কার্বন (CFC)
• পরোক্ষ গ্রিনহাউজ গ্যাস হিসেবে উল্লেখযোগ্য: কার্বন ডাই সালফাইড এবং কার্বনিল সাইফাইড।
• উল্লেখ্য, অক্সিজেন (O₂) গ্রিনহাউজ গ্যাস নয়।
0
Updated: 1 month ago
কোনটি গ্রিনহাউজ ইফেক্ট সৃষ্টির সহায়ক?
Created: 1 day ago
A
সিএনজি
B
নিওন
C
হিলিয়াম
D
সিএফসি
সিএফসি (Chlorofluorocarbon) বায়ুমণ্ডলে দীর্ঘস্থায়ী রাসায়নিক যৌগ, যা ওজোন স্তর ক্ষয় এবং গ্রিনহাউজ প্রভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি মূলত এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর এবং স্প্রে বোতলে ব্যবহৃত হত।
– সিএফসি বায়ুমণ্ডলে পৌঁছে ওজোন অণুর সাথে বিক্রিয়া করে, ফলে ওজোন স্তর ধীরে ধীরে ক্ষয় হয়
– ওজোন স্তরের ক্ষয় ক্ষতিকর অতিবেগুনি রশ্মি (UV) পৃথিবীতে প্রবেশ বাড়ায়
– এটি একটি বিকিরণ-ধারণক্ষম গ্যাস, যা গ্রিনহাউজ ইফেক্ট বাড়িয়ে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি করে
– পরিবেশের ক্ষতিকর প্রভাবের কারণে ১৯৮৭ সালের Montreal Protocol অনুযায়ী সিএফসি ব্যবহার বিশ্বব্যাপী নিষিদ্ধ বা সীমিত করা হয়
0
Updated: 1 day ago