A
He uses magic
B
He was born by C-section
C
He is a king
D
He tricks him
উত্তরের বিবরণ
শেক্সপিয়রের "Macbeth" নাটকে ভবিষ্যদ্বাণীতে বলা হয়:
"None of woman born shall harm Macbeth."
এটি শুনে ম্যাকবেথ আত্মবিশ্বাসী হয়ে ওঠে, কারণ সে ভাবে সকল মানুষই তো মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, তাই কেউই তাকে হত্যা করতে পারবে না।
কিন্তু শেষে দেখা যায়, Macduff বলেন:
"Macduff was from his mother's womb untimely ripped."
অর্থাৎ, Macduff স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্মায়নি, বরং সিজারিয়ান (C-section) অপারেশনের মাধ্যমে জন্মেছিলো। তাই, সে ভবিষ্যদ্বাণীর বাইরে পড়ে, এবং ম্যাকবেথকে হত্যা করতে পারে।
এই কারণেই ভবিষ্যদ্বাণী সত্য হয়, কিন্তু ভিন্ন অর্থে – যেটা ম্যাকবেথ বুঝতে পারেনি।
সংক্ষেপে: Macduff সিজারিয়ানে জন্ম নেওয়ায় "woman born" এর ব্যতিক্রম হিসেবে গণ্য হয়, তাই সে Macbeth-কে হত্যা করতে পারে

1
Updated: 3 weeks ago
What is the significance of Lear carrying Cordelia’s body in the final scene?
Created: 2 weeks ago
A
It symbolizes the defeat of evil.
B
It shows Lear’s recognition of true love and loss.
C
It proves Lear’s innocence.
D
It marks the restoration of order in the kingdom.
শেষ দৃশ্যে Lear, Cordelia-র মৃতদেহ কোলে নিয়ে আসে এবং গভীর শোকে ভেঙে পড়ে। এতে সে বুঝতে পারে Cordelia-র ভালোবাসাই ছিল সবচেয়ে সত্য, যা নাটকের আবেগঘন শীর্ষবিন্দু।

0
Updated: 2 weeks ago
Which character best represents the theme of appearance vs. reality?
Created: 2 weeks ago
A
Othello
B
Desdemona
C
Iago
D
Cassio
Iago-র চরিত্র “appearance vs. reality” থিমকে সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ করে। সে বাইরে বিশ্বস্ত সৈনিকের মতো মনে হলেও ভেতরে প্রতারক ও ষড়যন্ত্রী। শেক্সপিয়র দেখিয়েছেন বাহ্যিক মুখোশের আড়ালে কী ভয়ঙ্কর সত্য লুকিয়ে থাকতে পারে।

1
Updated: 2 weeks ago
Which play is regarded as William Shakespeare’s swan song?
Created: 3 weeks ago
A
Macbeth
B
Othello
C
King Lear
D
The Tempest
Swan Song - A final gesture or performance before dying or retirement.
- William Shakespeare এর Swan Song বা শেষ নাটক হচ্ছে- The Tempest.
- 'The Tempest' অর্থ দুরন্ত ঝড় / Violent strom.
- এটি 5 act এ বিভক্ত একটি Romantic comedy, যা ১৬২৩ সালে First Foilo এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
• Main Characters:
- Prospero (Duke),
- Miranda (Heroine),
- Ariel (Supernatural creature - good character),
- Caliban (Supernatural creature - bad in character),
- Antony (Villain/ brother of Duke),
- Ferdinand (Hero),
- Gonzalo ইত্যাদি।
• সার-সংক্ষেপ:
- এই কমেডিতে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda এর কথা বলা হয়েছে, যারা কিনা ডিউকের ছোট ভাইয়ের দ্বারা ষড়যন্ত্রের স্বীকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হয়।
- এই নাটকে Propero কে supernatural powers এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে যার আয়ত্ত্বে থাকে Ariel এবং Caliban নামক দুইটি supernatural creature.
- নাটকের শুরুতেই দেখা যায় Prospero তার জাদু শক্তির ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড়ের সৃষ্টি করেছেন, যার ফলে নাটকের অন্য চরিত্র গুলো তার নির্বাসিত স্বীপে এসে পৌঁছেছে।
- Prospero, using his knowledge of magic and sorcery, conjures a storm (the tempest) to shipwreck his brother Antonio, who had usurped his position and cast him out.
• Some quotations from The Tempest:
- Hell is empty and all the devils are here.
- We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.
- This thing of darkness, I acknowledge mine.
- O, brave new world, that has such people in it!
- Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.
- Misery acquaints a man with strange bedfellows.
Source: Britannica.

0
Updated: 3 weeks ago