A
Thane of Glamis
B
Duke of York
C
Thane of Fife
D
Prince of Denmark
উত্তরের বিবরণ
ম্যাকবেথ নাটকের শুরুতেই আমরা জানতে পারি, ম্যাকবেথ Thane of Glamis। এটি ছিল তার পৈত্রিক উপাধি। পরবর্তীতে, রাজা ডানকান তাকে বিশ্বাস ও সাহসিকতার পুরস্কার হিসেবে Thane of Cawdor পদে উন্নীত করেন। এরপর ভবিষ্যৎবক্তা তিন ডাইনি তাকে ভবিষ্যতে রাজা হবে বলেও ভবিষ্যদ্বাণী করে।
অন্যান্য অপশন ব্যাখ্যা:
-
b) Duke of York – ইংরেজ রাজপরিবারের একটি পদবী, শেকসপিয়রের Macbeth নাটকের সঙ্গে সম্পর্কিত নয়।
-
c) Thane of Fife – এটি ছিল ম্যাকডাফের উপাধি, ম্যাকবেথের নয়।
-
d) Prince of Denmark – এটি হ্যামলেট নাটকের কেন্দ্রীয় চরিত্র Prince Hamlet-এর উপাধি।
সুতরাং, ম্যাকবেথ রাজা হওয়ার আগে Thane of Glamis ছিলেন।

0
Updated: 3 weeks ago
Why does Hamlet call Denmark a “prison”?
Created: 2 weeks ago
A
Because he is being punished for a crime
B
Because he cannot travel abroad
C
Because he is under military guard
D
Because Claudius controls him
Hamlet Horatio ও Rosencrantz-এর সঙ্গে আলাপে বলে যে ডেনমার্ক তার কাছে এক কারাগারের মতো মনে হয়। Claudius ও Gertrude তার ওপর ক্রমাগত নজর রাখছে, স্বাধীনতা কেড়ে নিয়েছে, আর রাজনৈতিক ষড়যন্ত্র তাকে বন্দি অবস্থায় রেখেছে।

0
Updated: 2 weeks ago
Who are Rosencrantz and Guildenstern?
Created: 2 weeks ago
A
Soldiers of Denmark
B
Childhood friends of Hamlet sent to spy on him
C
Courtiers loyal to Hamlet
D
Messengers from Norway
Rosencrantz ও Guildenstern Hamlet-এর শৈশবের বন্ধু হলেও Claudius তাদের পাঠায় Hamlet-এর উপর গুপ্তচরবৃত্তি করতে এবং তার মানসিক অবস্থা জানতে। Hamlet বুঝতে পারে তারা রাজা ও রাণীর পক্ষের, তাই পরে ইংল্যান্ডে পাঠানোর পথে চিঠি বদলে দেয় এবং তাদের মৃত্যুর ব্যবস্থা করে।

0
Updated: 2 weeks ago
In Hamlet, who is Ophelia’s brother?
Created: 2 weeks ago
A
Laertes
B
Polonius
C
Claudius
D
Horatio

0
Updated: 2 weeks ago