What title does Macbeth hold before becoming king?
A
Thane of Glamis
B
Duke of York
C
Thane of Fife
D
Prince of Denmark
উত্তরের বিবরণ
ম্যাকবেথ নাটকের শুরুতেই আমরা জানতে পারি, ম্যাকবেথ Thane of Glamis। এটি ছিল তার পৈত্রিক উপাধি। পরবর্তীতে, রাজা ডানকান তাকে বিশ্বাস ও সাহসিকতার পুরস্কার হিসেবে Thane of Cawdor পদে উন্নীত করেন। এরপর ভবিষ্যৎবক্তা তিন ডাইনি তাকে ভবিষ্যতে রাজা হবে বলেও ভবিষ্যদ্বাণী করে।
অন্যান্য অপশন ব্যাখ্যা:
-
b) Duke of York – ইংরেজ রাজপরিবারের একটি পদবী, শেকসপিয়রের Macbeth নাটকের সঙ্গে সম্পর্কিত নয়।
-
c) Thane of Fife – এটি ছিল ম্যাকডাফের উপাধি, ম্যাকবেথের নয়।
-
d) Prince of Denmark – এটি হ্যামলেট নাটকের কেন্দ্রীয় চরিত্র Prince Hamlet-এর উপাধি।
সুতরাং, ম্যাকবেথ রাজা হওয়ার আগে Thane of Glamis ছিলেন।

0
Updated: 2 months ago
What does Caliban symbolize in the play?
Created: 2 months ago
A
Pure evil
B
Heroic figure
C
Divine power
D
Colonial subject
Caliban দ্বীপের স্থানীয় বাসিন্দা, যাকে Prospero দাসে পরিণত করেছে। তার চরিত্র ইউরোপীয় উপনিবেশবাদের প্রতীক—স্থানীয় মানুষকে দমন ও শোষণ। Caliban স্বাধীনতা চায় এবং বিদ্রোহ করে। এভাবে নাটকে Caliban উপনিবেশিত জনগোষ্ঠীর প্রতিরোধ ও কষ্টকে প্রতিফলিত করে।

2
Updated: 2 months ago
What is the dramatic function of the opening storm scene?
Created: 2 months ago
A
Comic relief
B
Introduces conflict and chaos
C
Shows Miranda’s love
D
Ends Antonio’s power
প্রথম দৃশ্যের ঝড় নাটকের মূল সংঘাত ও বিশৃঙ্খলা উপস্থাপন করে। এটি দর্শককে আকর্ষণ করে এবং সব চরিত্রকে দ্বীপে নিয়ে আসে। ঝড় Prospero-র পরিকল্পনার সূচনা এবং নাটকের প্রতিশোধ, ক্ষমা ও পুনর্মিলনের কাহিনিকে এগিয়ে নিয়ে যায়।

2
Updated: 2 months ago
Who wrote the plays, 'The Tempest' and 'The Mid Summer Night's Dream'?
Created: 2 months ago
A
Ben Johnson
B
Christopher Marlowe
C
John Dryden
D
William Shakespeare
William Shakespeare wrote the plays, 'The Tempest' and 'The Mid Summer Night's Dream'.
• 'The Tempest' by William Shakespeare is a Comedy play/ drama.
- এটি 5 act এ বিভক্ত একটি Romantic comedy, যা ১৬২৩ সালে First Foilo এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- The Tempest হচ্ছে William Shakespeare এর last work বা Swan Song.
- Tempest শব্দটির অর্থ হচ্ছে Violent Storm.
• এই কমেডিতে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda এর কথা বলা হয়েছে, যারা কিনা ডিউকের ছোট ভাইয়ের দ্বারা ষড়যন্ত্রের স্বীকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হয়।
- এই নাটকে Propero কে supernatural powers এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে যার আয়ত্ত্বে থাকে Ariel এবং Caliban নামক দুইটি supernatural creature.
- নাটকের শুরুতেই দেখা যায় Prospero তার জাদু শক্তির ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড়ের সৃষ্টি করেছেন, যার ফলে নাটকের অন্য চরিত্র গুলো তার নির্বাসিত স্বীপে এসে পৌঁছেছে।
- Prospero, using his knowledge of magic and sorcery, conjures a storm (the tempest) to shipwreck his brother Antonio, who had usurped his position and cast him out.
• Main Characters:
- Prospero (Duke),
- Miranda(Heroine),
- Ariel (Supernatural creature - good character),
- Caliban (Supernatural creature - bad in character),
- Antony (Villain/ brother of Duke),
- Ferdinand (Hero),
- Gonzalo ইত্যাদি।
• Some quotations from The Tempest:
- “Hell is empty and all the devils are here.”
- “We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.”
- “This thing of darkness, I Acknowledge mine.”
- “Thought is free.”
- “O, brave new world, that has such people in't!”
- “Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.”
- “Misery acquaints a man with strange bedfellows.”
--------------------
• A Midsummer Night’s Dream:
- এটি William Shakespeare রচিত একটি comedy.
- 5 acts বিশিষ্ট এই comedy টি ১৫৯৫-৯৬ সালের দিকে লেখা এবং ১৬০০ সালে প্রকাশিত হয়।
- A Midsummer Night’s Dream, with its multilayered examination of love and its vagaries, has long been one of the most popular of Shakespeare’s plays.
- The play is set in Athens, and consists of several subplots that revolve around the marriage of Theseus and Hippolyta. One subplot involves a conflict between four Athenian lovers.
- Another follows a group of six amateur actors rehearsing the play which they are to perform before the wedding.
• Characters:
- Hermia,
- Oberon,
- Puck,
- Titania,
- Lysander,
- Hippolyta,
- Helena,
- Nick Bottom,
- Egeus,
- Demetrius,
- Philostrate,
- Francis Flute,
- Falstaff,
- Theseus, etc.
• William Shakespeare:
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.
Source: Britannica.

0
Updated: 2 months ago