তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩৩ হলে, তাদের গুণফল হবে-
A
১৩২০
B
১২১০
C
১২০০
D
১৪৪০
উত্তরের বিবরণ
সমাধান:
ধরি, তিনটি ক্রমিক সংখ্যা
তাদের যোগফল:
তিনটি সংখ্যা হলো:
গুণফল:
উত্তরঃ 1320
0
Updated: 9 hours ago
|x−2| ≤ 5 হলে, x এর সর্বনিম্ন মান কত?
Created: 8 hours ago
A
-2
B
2
C
-3
D
5
সমাধান:
সুতরাং,
উভয় পাশে 2 যোগ করলে—
সর্বনিম্ন মান = -3
0
Updated: 8 hours ago
A 320 metre long train crosses a platform twice its length in 48 seconds. What is the speed of the train in km/hr?
Created: 2 months ago
A
55 km/hr
B
64 km/hr
C
84 km/hr
D
72 km/hr
Question: A 320 metre long train crosses a platform twice its length in 48 seconds. What is the speed of the train in km/hr?
Solution:
দেওয়া আছে,
ট্রেনটির দৈর্ঘ্য = 320 মিটার
প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য = 2 × 320 = 640 মিটার
অতিক্রান্ত মোট দূরত্ব = (ট্রেনের দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য)
= (320 + 640) মিটার
= 960 মিটার
সময় লেগেছে = 48 সেকেন্ড
∴ ট্রেনটির গতিবেগ = দূরত্ব / সময়
= 960 / 48 মিটার/সেকেন্ড
= 20 মিটার/সেকেন্ড
এখন,
1 মিটার/সেকেন্ড = (1/1000)/(1/3600) কিমি/ঘন্টা
= 3.6 কিমি/ঘন্টা
1 মিটার/সেকেন্ড = 3.6 কিলোমিটার/ঘন্টা
∴ 20 মিটার/সেকেন্ড = 20 × 3.6 কিলোমিটার/ঘন্টা
= 72 কিলোমিটার/ঘন্টা
সুতরাং, ট্রেনটির গতিবেগ 72 কিমি/ঘন্টা।
0
Updated: 2 months ago
একটি সংখ্যা ৪৭০ থেকে যত বড় ৭২০ থেকে তত ছোট? সংখ্যাটি কত?
Created: 1 day ago
A
৫৬৫
B
৫৯৫
C
৬১৫
D
কোনোটিই নয়
সমাধান:
ধরা যাক সংখ্যাটি । শর্ত অনুযায়ী:
উভয় পাশে যোগ করি:
উভয় পাশে 470 যোগ করি:
উভয় পাশে 2 দিয়ে ভাগ করি:
উত্তর: 595
0
Updated: 1 day ago