A
Duncan
B
Banquo
C
Macduff
D
Malcolm
উত্তরের বিবরণ
Macduff kills Macbeth because he wants to restore justice and the throne.
উইলিয়াম শেক্সপিয়রের "Macbeth" নাটকে, শেষ দৃশ্যে Macduff রাজা ম্যাকবেথকে হত্যা করে।
ম্যাকবেথ অনেক খুন ও ষড়যন্ত্র করে অবৈধভাবে রাজা হয়েছিলেন। তার অত্যাচারে স্কটল্যান্ডে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়।
Macduff ছিলেন এক সৎ ও সাহসী ব্যক্তি। তিনি জানতেন যে ম্যাকবেথ একজন অত্যাচারী ও বেআইনিভাবে সিংহাসনে বসেছেন। তাই ইংল্যান্ডে গিয়ে Malcolm (সত্যিকার উত্তরাধিকারী রাজপুত্র)-এর সাথে মিলে তিনি ম্যাকবেথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
যুদ্ধের শেষে Macduff, যিনি “not born of woman” (কারণ তিনি সিজারিয়ান পদ্ধতিতে জন্মগ্রহণ করেন) — ম্যাকবেথকে হত্যা করেন। এই ভবিষ্যদ্বাণী পূরণ হয় যে, “no man born of woman shall harm Macbeth” — যার অর্থ এমন কেউই ম্যাকবেথকে মারতে পারবে না যে প্রাকৃতিকভাবে জন্মগ্রহণ করেছে। কিন্তু Macduff ছিল এই ব্যতিক্রম।

0
Updated: 3 weeks ago
Why is Macduff able to kill Macbeth despite the prophecy?
Created: 2 weeks ago
A
He was “untimely ripped” from his mother
B
He came into the world by surgery
C
He did not have a natural birth
D
He was born through C-section
ডাইনির ভবিষ্যদ্বাণী ছিল, “নারীর গর্ভে জন্মানো কেউ Macbeth-কে মারতে পারবে না।” Macduff সিজারিয়ান অপারেশনে জন্মেছিল, যা সাধারণ প্রসব নয়। সব অপশন একই অর্থ বহন করলেও মূল শব্দগুচ্ছ “C-section” নাটকীয়ভাবে সত্যিটা প্রকাশ করে।

1
Updated: 2 weeks ago
What does Caliban symbolize in the play?
Created: 2 weeks ago
A
Pure evil
B
Heroic figure
C
Divine power
D
Colonial subject
Caliban দ্বীপের স্থানীয় বাসিন্দা, যাকে Prospero দাসে পরিণত করেছে। তার চরিত্র ইউরোপীয় উপনিবেশবাদের প্রতীক—স্থানীয় মানুষকে দমন ও শোষণ। Caliban স্বাধীনতা চায় এবং বিদ্রোহ করে। এভাবে নাটকে Caliban উপনিবেশিত জনগোষ্ঠীর প্রতিরোধ ও কষ্টকে প্রতিফলিত করে।

2
Updated: 2 weeks ago
Who is the rightful Duke of Milan in The Tempest?
Created: 2 weeks ago
A
Antonio
B
Prospero
C
Sebastian
D
Alonso
Prospero আসলে মিলানের প্রকৃত ডিউক। তাঁর ভাই Antonio তাকে সিংহাসনচ্যুত করে সাগরে ভাসিয়ে দেয়। তবে Prospero জাদুর শক্তি ব্যবহার করে দ্বীপে নিজের কর্তৃত্ব গড়ে তোলে। নাটকের মূল সংঘাত এই ক্ষমতা দখল ও পুনরুদ্ধার কেন্দ্র করেই ঘোরে, তাই Prospero প্রকৃত ডিউক।

1
Updated: 2 weeks ago