৮, ১২ এবং ১৬ এর চতুর্থ সমানুপাতিক হবে-
A
২৪
B
১৮
C
৩২
D
২৩
উত্তরের বিবরণ
সমাধান:
সমানুপাত:
8 : 12 = 16 : x
∴ 8x = 12 × 16
∴ 8x = 192
∴ x = 192 ÷ 8
∴ x = 24
উত্তর: 24
0
Updated: 9 hours ago
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ১ । উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ কত মিটার?
Created: 2 months ago
A
৫০ মিটার
B
৭৫ মিটার
C
২৫ মিটার
D
২০ মিটার
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ১ । উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ কত মিটার?
সমাধান:
ধরি,
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৩ক
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ক
আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) মিটার
= ২ (৩ক + ক) মিটার
= ৮ক মিটার
প্রশ্নমতে,
৮ক = ২০০
বা, ক = ২০০/৮
∴ ক = ২৫
∴ প্রস্থ = ২৫ মিটার
0
Updated: 2 months ago
যদি x = √5 + √3 হয়, তবে
এর মান কত?
Created: 1 month ago
A
18√5
B
22√5
C
28√5
D
32√5
প্রশ্ন: যদি x = √5 + √3 হয়, তবে
এর মান কত?
সমাধান:
0
Updated: 1 month ago
log3(9/243) এর
মান কত?
Created: 1 month ago
A
9
B
- 3
C
12
D
81
প্রশ্ন: log3(9/243) এর মান কত?
সমাধান:
= log3(9/243)
= log3(1/27)
= log3(3-3)
= - 3 × log3(3)
= - 3 × 1
= - 3
0
Updated: 1 month ago