দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকলে এবং ঐ কোণ দুটি যদি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, তবে ঐ কোণের দুটিকে বলা হবে-
A
সূক্ষকোণ
B
পূরক কোণ
C
সন্নিহিত কোণ
D
বিপ্রতীপ কোণ
উত্তরের বিবরণ
যদি কোনো সমতলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ রশ্মি থাকে এবং কোণদ্বয় উক্ত সাধারণ রশ্মির বিপরীত পার্শ্বে অবস্থান করে তবে ঐ কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে।
চিত্রে, একই শীর্ষবিন্দু O-তে দুইটি কোণ ∠AOC এবং ∠BOC। কোণদ্বয় সাধারণ রশ্মি OC এর বিপরীত পার্শ্বে অবস্থিত। ∠AOC এবং ∠BOC কোণদ্বয় পরস্পর সন্নিহিত কোণ।
0
Updated: 9 hours ago
রহিম তার বেতনের টাকার ১/৫ অংশ খরচ করে একটি শার্ট এবং ৫০০ টাকা খরচ করে একটি প্যান্ট কিনলো। এই টাকা খরচ করার পর তার কাছে বেতনের ৪০ শতাংশ টাকা রয়ে গেল। রহিম কত টাকা বেতন পেয়েছিল?
Created: 6 days ago
A
২০০০
B
২৫০০
C
৩০০০
D
কোনোটিই নয়
সমাধান:
ধরা যাক রহিমের বেতন = টাকা।
• শার্টের দাম = বেতনের ১/৫ = • প্যান্টের দাম = ৫০০ টাকা
• খরচের মোট =
• বেতনের ৪০% অবশিষ্ট =
বেতন থেকে খরচ বাদ দিয়ে অবশিষ্ট:
প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে ১২৫০ নেই, তাই সঠিক উত্তর: ঘ) কোনোটিই নয়।
0
Updated: 6 days ago
ঘন্টায় 60 কি.মি. বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার দীর্ঘ প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগতে?
Created: 4 days ago
A
24 সেকেন্ড
B
26 সেকেন্ড
C
28 সেকেন্ড
D
30 সেকেন্ড
মোট অতিক্রান্ত দূরত্ব = ৩০০ + ১০০ = ৪০০ মিটার
৬০০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
১ '' '' = ৩৬০০/৬০০০০ ''
∴ ৪০০ মিটার যায় = (৩৬০০×৪০০)/৬০০০০ = ২৪ সেকেন্ডে
0
Updated: 4 days ago
২০০০ সালের ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৫৫ সে.মি। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
Created: 5 hours ago
A
১৫.৫সে.মি
B
১৫.৪সে.মি
C
১৫.৯৫সে.মি
D
১৫.৫৫সে.মি
সমাধান:
২০০০ সাল একটি লিপইয়ার।
লিপইয়ার হলে ফেব্রুয়ারিতে দিনের সংখ্যা হয় ২৯ দিন।
প্রশ্নে বলা আছে—
প্রতিদিন গড়ে বৃষ্টিপাত = ০.৫৫ সেমি
মোট বৃষ্টিপাত জানতে হলে গড় বৃষ্টিপাতকে মোট দিনের সাথে গুণ করতে হয়।
গুণ করলে—
উত্তরঃ ১৫.৯৫ সেমি
0
Updated: 5 hours ago