কোনো সেটের সদস্য সংখ্যা ৩ হলে, এর উপসেটের সংখ্যা কতটি হবে?
A
২টি
B
৩টি
C
৮টি
D
৯টি
উত্তরের বিবরণ
সমাধানঃ
সেটের মোট সদস্য সংখ্যা = 3
উপসেটের সংখ্যা =
উত্তরঃ ৮টি
0
Updated: 9 hours ago
There are 48 books on 3 shelves. If 3 books from third shelf are shifted to the second there will be same number of books on first and third shelves and double the number of books on second shelf. How many books were there on three shelves originally?
Created: 2 days ago
A
10, 25,13
B
12, 21,15
C
11, 23, 14
D
13, 19, 16
Suppose, the first shelf had x books.
So, the third shelf had x+3 books.
And the second shelf had 2x-3 books.
According to the question,
x + x+3 + 2x-3 = 48
4x = 48
x = 12
1st shelf = 12, 2nd shelf = 2×12-3 = 21, 3rd shelf = 12+3 = 15.
0
Updated: 2 days ago
চিত্রে ∠PQR = 55°, ∠LRN = 90° এবং PQ || MR, PQ = PR হলে, ∠NRP এর মান নিচের কোনটি?
Created: 2 months ago
A
90°
B
55°
C
45°
D
35°
প্রশ্ন: চিত্রে ∠PQR = 55°, ∠LRN = 90° এবং PQ || MR, PQ = PR হলে, ∠NRP এর মান নিচের কোনটি?

সমাধান:
প্রদত্ত চিত্রে,
PQ = PR
সুতরাং, PQR সমদ্বিবাহু ত্রিভুজ।
∠PQR = ∠PRQ = 55°
∠LRN = 90° হলে ∠NRQ = 90°
সুতরাং, ∠NRP = ∠NRQ - ∠PRQ = 90° - 55° = 35°
0
Updated: 2 months ago
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
Created: 2 months ago
A
![]()
B
√9 (ভুল উত্তর)
C
![]()
D
√(27/48)
প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?
সমাধান:
= মূলদ সংখ্যা
= মূলদ সংখ্যা
√9 = 3 = মূলদ সংখ্যা
√(27/48) = √(9/16) = 3/4 মূলদ সংখ্যা
সঠিক উত্তর নেই। তাই প্রশ্নটি বাতিল করা হল।
অমূলদ সংখ্যা:
যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √11= 3.31662............ ইত্যাদি অমূলদ সংখ্যা।
- কোনাে অমূলদ সংখ্যাকে দুইটিপূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
- অমূলদ সংখ্যাকে একটি মূলদ সংখ্যা দ্বারা গুণ করলে অমূলদ সংখ্যা পাওয়া যায়।
0
Updated: 2 months ago