বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
A
১১৪
B
১১৯
C
১৩৩
D
১৩৭
উত্তরের বিবরণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান (১৯৭২ সনের নং আইন) এর নবম ভাগ, ২য় পরিচ্ছেদ সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা বিষয়ক অনুচ্ছেদ ১৩৭ অনুযায়ী, আইন দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা যাইবে। প্রতিটি কমিশন একজন সভাপতি ও আইন দ্বারা নির্ধারিত অন্যান্য সদস্য নিয়ে গঠিত হইবে।
-
সরকারি কর্ম কমিশন প্রার্থীদের নিয়োগ ও নির্বাচন প্রক্রিয়া দেখাশোনা করে
-
কমিশন নিশ্চিত করে যে সরকারি চাকরিতে নিয়োগ ন্যায্য ও স্বচ্ছভাবে হয়
-
সভাপতিসহ সদস্যদের নিয়োগ এবং দায়িত্ব আইন দ্বারা নির্ধারিত
-
এটি বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সরকারি কর্মসংস্থানের মান ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
0
Updated: 13 hours ago
'ফ্লোর ক্রসিং' সংবিধানের কোন অনুচ্ছেদে সন্নিবেশিত করা হয়েছে?
Created: 1 month ago
A
৬৯নং অনুচ্ছেদে
B
৬8নং অনুচ্ছেদে
C
৭১নং অনুচ্ছেদে
D
৭০নং অনুচ্ছেদে
সংবিধান অনুযায়ী ফ্লোর ক্রসিং ও সম্পর্কিত বিধানসমূহ:
-
৭০তম অনুচ্ছেদ: ফ্লোর ক্রসিংকে সংজ্ঞায়িত করেছে। এটি বোঝায় সংসদ সদস্য যখন নিজের দলের নীতি বা নির্দেশনা উপেক্ষা করে বিরোধী দলের পক্ষে ভোট দেন। অর্থাৎ, সংসদ সদস্য যদি নিজের দলের পক্ষে না দাঁড়িয়ে বিরোধী দলের পক্ষে ভোট দেন, সেটি ফ্লোর ক্রসিং হিসেবে গণ্য হবে।
-
৬৮নং অনুচ্ছেদ: সংসদ সদস্যদের পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুবিধা সম্পর্কিত বিধান।
-
৬৯নং অনুচ্ছেদ: শপথগ্রহণের আগে আসন গ্রহণ বা ভোট প্রদানের ক্ষেত্রে সদস্যের উপর আরোপিত অর্থদণ্ড সম্পর্কিত নিয়ম।
-
৭১নং অনুচ্ছেদ: সংসদে দ্বৈত-সদস্যতা (একাধিক আসন দখল) নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান।
0
Updated: 1 month ago
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
Created: 2 months ago
A
১৩৯
B
১৩৭
C
১৩৮
D
১৪০
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক সংস্থা, যার মূল উদ্দেশ্য হলো সরকারি চাকরিতে সুষ্ঠু নিয়োগ নিশ্চিত করা। শুধু নিয়োগ নয়, কমিশন সরকারি কর্মচারীদের পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিষয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশের সংবিধানে এর গঠন, দায়িত্ব ও কার্যাবলি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এবং রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রদান করে থাকেন। বর্তমানে মো. সোহরাব হোসাইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
-
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান ভূমিকা হলো সরকারি চাকরি ও বিভিন্ন পদে নিয়োগ প্রদান।
-
এটি পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত।
-
সংবিধানের পাঁচটি অনুচ্ছেদ কমিশনের গঠন ও কার্যাবলি নির্ধারণ করে।
-
রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রদান করেন।
সংবিধান অনুযায়ী প্রাসঙ্গিক অনুচ্ছেদসমূহ হলো:
-
অনুচ্ছেদ ১৩৭: সরকারি কর্ম কমিশনের প্রতিষ্ঠা
-
অনুচ্ছেদ ১৩৮: সরকারি কর্ম কমিশনের সদস্য নিয়োগ
-
অনুচ্ছেদ ১৩৯: সদস্যপদের মেয়াদ
-
অনুচ্ছেদ ১৪০: সরকারি কর্ম কমিশনের দায়িত্ব
0
Updated: 2 months ago
আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন' সংবিধানের কোন অনুচ্ছেদের বিষয়?
Created: 3 months ago
A
২৭নং অনুচ্ছেদ
B
২৫নং অনুচ্ছেদ
C
২৯নং অনুচ্ছেদ
D
২৬নং অনুচ্ছেদ
সংবিধানের ২৫ নং অনুচ্ছেদ – আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন
-
বাংলাদেশের রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনায়:
-
জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে,
-
অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করবে,
-
আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করবে, এবং
-
আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা দেখাবে।
-
-
রাষ্ট্র এই নীতিগুলোর ভিত্তিতে:
-
আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য প্রচেষ্টা চালাবে,
-
প্রত্যেক জাতির নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণের স্বাধীন অধিকার সমর্থন করবে, এবং
-
সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ ও বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি সমর্থন জানাবে।
-
অন্যদিকে:
-
২৭ নং অনুচ্ছেদ – আইনের দৃষ্টিতে সমতা
-
২৯ নং অনুচ্ছেদ – সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা
-
২৬ নং অনুচ্ছেদ – মৌলিক অধিকারের সঙ্গে অসমঞ্জস আইন বাতিল
সূত্র: বাংলাদেশের সংবিধান
0
Updated: 3 months ago