বিশ্বে প্রথম কোন শহরে সেল ফোন চালু হয়?

A

বার্লিন

B

শিকাগো

C

নিউইর্য়ক

D

প্যারিস

উত্তরের বিবরণ

img

১৯৮৩ সালে শিকাগো শহরে বিশ্বে প্রথম বাণিজ্যিকভাবে সেলফোন চালু করা হয়।

– এটি মোবাইল যোগাযোগ প্রযুক্তির ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক।
– প্রথম বাণিজ্যিক সেলফোন ব্যবহারকারীদের সীমিত সংখ্যা ও উচ্চ খরচের কারণে প্রাথমিক পর্যায়ে সীমিত পৌঁছায়।
– সেলফোন চালু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটে।
– পরবর্তীতে এই প্রযুক্তি দ্রুত উন্নয়ন লাভ করে স্মার্টফোনের দিকে প্রবাহিত হয়।

Unfavorite

0

Updated: 13 hours ago

Related MCQ

© LXMCQ, Inc. - All Rights Reserved