অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?
A
হরমোন
B
লালা
C
পিত্তরস
D
পেপসিন
উত্তরের বিবরণ
অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্রন্থি মানবদেহে হরমোন উৎপাদন ও নিঃসরণ করে এবং এসব হরমোন শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ন্ত্রণে সহায়তা করে। এই গ্রন্থিগুলো রক্তের মাধ্যমে হরমোন সারা শরীরে পৌঁছে দেয়, তাই এগুলোতে নালী বা ডাক্ট থাকে না।
• এন্ডোক্রাইন সিস্টেমের অন্তর্ভুক্ত গ্রন্থিগুলোর মধ্যে পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল, প্যারাথাইরয়েড, অগ্ন্যাশয় ও প্রজনন গ্রন্থি উল্লেখযোগ্য।
• হরমোন শরীরের বৃদ্ধি, বিপাকক্রিয়া, রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ, প্রজনন, মানসিক ভারসাম্য ও স্ট্রেস প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে।
• উদাহরণ হিসেবে, ইনসুলিন রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে এবং থাইরক্সিন বিপাকক্রিয়া নিয়ন্ত্রণে সহায়তা করে।
• হরমোনের ভারসাম্যহীনতা বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা ও হরমোনজনিত বিকাশজনিত জটিলতা তৈরি করতে পারে।
• তাই এন্ডোক্রাইন ব্যবস্থা দেহের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বা হোমিওস্ট্যাসিস বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0
Updated: 13 hours ago
কোন হরমোনের অভাবে শিশু বামন হয়?
Created: 3 weeks ago
A
ফাইরাক্সিন
B
অ্যাডারেনালিন
C
থাইরাক্সিন
D
গ্যাস্টিন
থাইরক্সিন হরমোনের অভাবে শিশু বামন হয়। গ্রোথ হরমোনের ঘাটতি আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। অ্যাডরিনালিন হরমোনের জন্য ভয় পেলে গায়ের লোম খাঁড়া হয়ে যায়। ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস হয়।
0
Updated: 3 weeks ago
দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি?
Created: 1 month ago
A
থাইরক্সিন
B
প্রোল্যাকটিন
C
এড্রিনালিন
D
সোমাটোট্রফি
সোমাটোট্রফি হরমোন, যাকে Growth Hormone GH) বলা হয়, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং দেহের কোষ বিভাজন, প্রোটিন সংশ্লেষণ ও হাড়ের বৃদ্ধি ত্বরান্বিত করে। এর অভাবে বামনত্ব এবং অতিরিক্তে জায়ান্টিজম বা অ্যাক্রোমেগালি দেখা দেয়।
0
Updated: 1 month ago
ইনসুলিন কি?
Created: 1 day ago
A
এক ধরনের এনজাইম
B
এক ধরনের কৃত্রিম অঙ্গ
C
এক ধরনের হরমোন
D
এক ধরনের অস্ত্র
ইনসুলিন একটি গুরুত্বপূর্ণ হরমোন যা অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। এটি মানবদেহে শক্তির ভারসাম্য রক্ষায় অত্যন্ত প্রয়োজনীয়।
– ইনসুলিন রক্তের গ্লুকোজকে কোষে প্রবেশ করাতে সাহায্য করে, ফলে শক্তি উৎপন্ন হয়
– এটি যকৃতে অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করতে সাহায্য করে
– ইনসুলিনের অভাব বা কাজের ব্যাঘাত ঘটলে ডায়াবেটিস (Diabetes Mellitus) হতে পারে
– এই হরমোনের সঠিক নিঃসরণ শরীরের শক্তি বিপাক, ওজন নিয়ন্ত্রণ এবং সামগ্রিক শারীরবৃত্তীয় কার্যক্রম বজায় রাখতে অপরিহার্য
0
Updated: 1 day ago