Who is Macbeth’s wife?
A
Lady Duncan
B
Lady Macbeth
C
Lady Banquo
D
Lady Macduff
উত্তরের বিবরণ
ম্যাকবেথের স্ত্রী হলেন লেডি ম্যাকবেথ।
তিনি উইলিয়াম শেক্সপিয়রের Macbeth নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
লেডি ম্যাকবেথ:
-
খুবই উচ্চাকাঙ্ক্ষী ও ধূর্ত।
-
স্বামীর রাজা হওয়ার বাসনাকে বাস্তব করতে তিনি ম্যাকবেথকে ডানকানকে হত্যার জন্য উস্কে দেন।
-
পরে তার অপরাধবোধ ও মানসিক চাপ এতটাই বেড়ে যায় যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
অন্য বিকল্পগুলো ভুল:
-
Lady Duncan: এরকম কোনো চরিত্র নেই; রাজা ডানকানের স্ত্রীর নাম উল্লেখ করা হয়নি।
-
Lady Banquo: বাস্তব নাটকে এমন চরিত্র নেই।
-
Lady Macduff: ম্যাকডাফের স্ত্রী, যাকে ম্যাকবেথের আদেশে হত্যা করা হয়। তিনি ম্যাকবেথের স্ত্রী নন।
ম্যাকবেথের স্ত্রীর নাম লেডি ম্যাকবেথ, যিনি নাটকের অন্যতম প্রধান চরিত্র।

1
Updated: 2 months ago
What symbolizes Desdemona’s loyalty and becomes central to Othello’s jealousy?
Created: 2 months ago
A
Her letter
B
Her handkerchief
C
Her ring
D
Her necklace
ডেসডিমোনার রুমাল ওথেলোর কাছে ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক। Iago এই রুমালটি কৌশলে কাসিওর কাছে পৌঁছে দেয়, যা ওথেলোর মনে সন্দেহকে সত্যে রূপান্তরিত করে। এই রুমালই নাটকের ট্র্যাজিক ঘটনাপ্রবাহকে এগিয়ে নেয় এবং ওথেলোর অন্ধ ক্রোধকে জাগিয়ে তোলে।

2
Updated: 2 months ago
What causes the storm (tempest) at the beginning of the play?
Created: 2 months ago
A
Natural weather
B
Prospero’s magic through Ariel
C
Caliban’s curse
D
Neptune’s anger
নাটকের শুরুতে জাহাজডুবির ঝড়টি প্রাকৃতিক নয়। Prospero তার জাদু ব্যবহার করে এবং Ariel-কে আদেশ দিয়ে ঝড় তোলে। এর উদ্দেশ্য হলো শত্রুদের দ্বীপে নিয়ে আসা, যাতে তাদের শাস্তি ও পুনর্মিলনের ব্যবস্থা করা যায়। ঝড় নাটকের মূল কাহিনির সূচনা ঘটায়।

1
Updated: 2 months ago
Why is Gratiano’s presence important at the end of the play?
Created: 2 months ago
A
He comforts Othello
B
He kills Iago
C
He inherits Othello’s fortune
D
He takes Cassio’s position
গ্রাশিয়ানো, ব্র্যাব্যানশিওর আত্মীয়, নাটকের শেষে উপস্থিত থেকে ওথেলোর মৃত্যুর পর তার সম্পত্তির উত্তরাধিকারী হয়। যদিও তার ভূমিকা ছোট, তবু এই উপস্থিতি নাটকের সমাপ্তি এবং ভেনিসীয় সমাজে শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা বোঝায়।

1
Updated: 2 months ago