বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল?
A
ক্যাপ্টেন
B
সিপাহী
C
ল্যান্স নায়েক
D
লেফটেন্যান্ট
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বাংলাদেশের ইতিহাসে বীরত্ব, ত্যাগ ও দেশপ্রেমের প্রতীক। তিনি যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে সম্মুখসমরে লড়াই করেন এবং অতুল সাহসিকতার প্রমাণ দেন। তাঁর পদবী ছিল সিপাহী, যা প্রমাণ করে যে দায়িত্ব বড় না হলেও দায়িত্ববোধ ও সাহসই প্রকৃত সম্মান এনে দেয়।
• তিনি ৪নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ সামরিক অপারেশনে যুক্ত ছিলেন।
• যুদ্ধে শত্রুপক্ষের বাঙ্কার ধ্বংস করে সহযোদ্ধাদের অগ্রসর হওয়ার পথ তৈরি করেন।
• অপারেশন সফল হলেও তিনি আহত অবস্থায় শহীদ হন।
• তাঁর প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ তাকে বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করে, যা দেশের সর্বোচ্চ সামরিক বীরত্বসূচক সম্মান।
• তাঁর ত্যাগ পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার মূল্য ও দেশপ্রেমের অর্থ স্মরণ করিয়ে দেয়।
0
Updated: 13 hours ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ-কমান্ডোর সেক্টর-
Created: 5 days ago
A
সেক্টর-১
B
সেক্টর-১০
C
সেক্টর-১১
D
সেক্টর-২
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে মোট ১১টি সেক্টরে ভাগ করে যুদ্ধ পরিচালনা করা হয়। প্রতিটি সেক্টরের জন্য একজন করে সেক্টর কমান্ডার থাকলেও ১০ নং সেক্টর ছিল ব্যতিক্রমী। এই সেক্টরটি মূলত নৌ-অভিযান ও সমুদ্রপথে সামরিক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়েছিল। তাই এটি সাধারণ সেক্টরের মতো স্থলভিত্তিক ছিল না এবং এর কোনো স্থায়ী সেক্টর কমান্ডারও ছিল না।
এই সেক্টরের কার্যক্রম পরিচালনা করতেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা এবং সেন্ট্রাল কমান্ড কর্তৃক মনোনীত কর্মকর্তারা। মূলত নদী ও সাগরপথে পাকিস্তানি বাহিনীর যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম ধ্বংস, নৌঘাঁটি আক্রমণ এবং সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই সেক্টরের দায়িত্ব।
0
Updated: 5 days ago
"আমার দেখা নয়াচীন” কে লিখেছেন?
Created: 6 months ago
A
মওলানা ভাসানী
B
আবুল ফজল
C
শহীদুল্লা কায়সার
D
শেখ মুজিবুর রহমান
সাধারণ জ্ঞান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বধীনতা
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
শিক্ষক নিবন্ধন পরীক্ষা
'আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলোক লেখা একটি ডায়েরির পুস্তকি রূপ। এটি শেখ মুজিবর রহমান রচিত তৃতীয় গ্রন্থ। বঙ্গবন্ধুর প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী, দ্বিতীয় বইটি কারাগারের রোজনামচা।
0
Updated: 6 months ago
মুক্তিবাহিনীর প্রথম ব্রিগেডটি কী নামে পরিচিত?
Created: 1 month ago
A
এস ফোর্স
B
কে ফোর্স
C
এন ফোর্স
D
জেড ফোর্স
জেড ফোর্স, এস ফোর্স ও কে ফোর্স মুক্তিযুদ্ধের সময় গঠিত প্রধান নিয়মিত ব্রিগেড।
-
জেড ফোর্স:
-
মুক্তিবাহিনীর প্রথম ব্রিগেড, জুলাই মাসে গঠিত।
-
কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান, যার নামের ইংরেজি আদ্যক্ষর 'Z' অনুসারে ব্রিগেডের নামকরণ করা হয়েছে।
-
গঠিত হয় ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে।
-
-
এস ফোর্স:
-
দ্বিতীয় নিয়মিত ব্রিগেড, অক্টোবর মাসে গঠিত।
-
গঠিত হয় দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে।
-
অধিনায়ক ছিলেন সফিউল্লাহ।
-
-
কে ফোর্স:
-
গঠিত হয় ৭ই অক্টোবর।
-
গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গলের সদস্যদের নিয়ে।
-
অধিনায়ক ছিলেন খালেদ মোশাররফ, যার নামের ইংরেজি আদ্যক্ষর 'K' অনুসারে ব্রিগেডের নামকরণ করা হয়েছে।
-
0
Updated: 1 month ago