জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি?
A
রাশিয়া
B
যুক্তরাজ্য
C
যুক্তরাষ্ট্র
D
বাংলাদেশ
উত্তরের বিবরণ
জাহাজ নির্মাণে যুক্তরাজ্য দীর্ঘকাল প্রযুক্তিগতভাবে অগ্রগণ্য দেশ হিসেবে পরিচিত এবং শিল্পবিপ্লবের সময় থেকে এ দেশ বিশ্ব সমুদ্রবাণিজ্য ও নৌ-উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে আধুনিক জাহাজ নির্মাণ প্রযুক্তি, নৌযান মান নির্ধারণ ও গবেষণায় তাদের অবদান উল্লেখযোগ্য।
• শিল্পবিপ্লবের পর যুক্তরাজ্যে লোহার কাঠামো, স্টিম ইঞ্জিন ও নৌপ্রকৌশল দ্রুত বিকাশ লাভ করে।
• যুক্তরাজ্যের গ্লাসগো, বেলফাস্ট ও লিভারপুল জাহাজ নির্মাণ শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে বিশ্বব্যাপী পরিচিত হয়।
• বিখ্যাত সমুদ্রযান RMS Titanic-সহ বহু ঐতিহাসিক নৌযান এই অঞ্চলে নির্মিত।
• নৌপ্রযুক্তি, নকশা, নিরাপত্তা মান এবং আন্তর্জাতিক বাণিজ্য জাহাজীকরণে তাদের বিশেষ দক্ষতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
• যুক্তরাজ্যের অভিজ্ঞতা পরবর্তীতে বিশ্বের অন্যান্য দেশেও জাহাজ নির্মাণশিল্পের উন্নয়নে প্রভাব ফেলে।
0
Updated: 13 hours ago
সম্প্রতি, বাংলাদেশ থেকে ‘ওয়েস ওয়্যার’ জাহাজ কোন দেশে রপ্তানি করা হয়? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
ডেনমার্ক
B
তুরস্ক
C
কাতার
D
পাকিস্তান
জাহাজ রপ্তানি:
- বাংলাদেশের বেসরকারি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘আনন্দ শিপইয়ার্ড’ তুরস্কে ‘ওয়েস ওয়্যার’ জাহাজ রপ্তানি করে।
- জাহাজটি ৭ সেপ্টেম্বর, ২০২৫ আনুষ্ঠানিকভাবে তুরস্কের বিখ্যাত কোম্পানি ‘নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড’র কাছে হস্তান্তর করে।
- জাহাজটির দৈর্ঘ্য ৩৪১ ফুট, প্রস্থ ৫৫ ফুট এবং গভীরতা ২৫ ফুট।
- এটি প্রতি ঘণ্টায় ১২ নট গতিতে ৫,৫০০ টন পণ্য বহন করতে সক্ষম।
- জাহাজটি ইস্পাতের কয়েল, কয়লা, সার, খাদ্যশস্য এবং রাসায়নিক পদার্থসহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী পরিবহনের জন্য উপযুক্ত।
উল্লেখ্য,
- ২০০৮ সালে আনন্দ শিপইয়ার্ড ডেনমার্কে কন্টেইনার জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানির মাধ্যমে সমুদ্রগামী জাহাজ রপ্তানিকারক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করে।
- বিশ্ববাজারে প্রবেশ করার পর থেকে এখন পর্যন্ত দেশি–বিদেশি ক্লায়েন্টদের কাছে ৩৫০টিরও বেশি জাহাজ সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি।
0
Updated: 1 month ago