পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয়-
A
১৯৬১ সালে
B
১৯৫২ সালে
C
১৯৫০ সালে
D
১৯৫১ সালে
উত্তরের বিবরণ
১৯৫০ সালে জমিদারি প্রথা বিলোপ আইন পাসের মাধ্যমে প্রজাদের অধিকার প্রতিষ্ঠা ও ভূমির মালিকানা ব্যবস্থায় বড় পরিবর্তন ঘটে। এই আইন প্রবর্তনের ফলে পূর্ববঙ্গের দীর্ঘদিনের শোষণমূলক জমিদারি প্রথার অবসান হয় এবং কৃষকদের ভূমির মালিকানা নিশ্চিত করা হয়।
• আইনটির নাম ছিল পূর্ববঙ্গ রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইন (East Bengal State Acquisition and Tenancy Act, 1950)।
• জমিদারদের মধ্যবর্তী মালিকানা বাতিল করে কৃষকদের সরাসরি রাষ্ট্রের সাথে সম্পর্ক নির্ধারণ করা হয়।
• এই আইনের ফলে কৃষক তার চাষ করা জমির ওপর অধিকারের স্বীকৃতি পায় এবং খাজনা ব্যবস্থায় সংস্কার ঘটে।
• এর মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ হয় এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কমানোর প্রচেষ্টা সফল হয়।
• এই আইন বাংলাদেশের ভূমি সংস্কারের ভিত্তি হিসেবে বিবেচিত।
0
Updated: 13 hours ago
প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কী?
Created: 7 hours ago
A
রাজা শশাঙ্ক
B
গিয়াস উদ্দীন আজম শাহ
C
ফকরুদ্দীন মোবারক শাহ
D
লক্ষণ সেন
সপ্তম শতাব্দীতে রাজা শশাঙ্ক বাংলার রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তিনিই প্রথম স্বাধীন শাসক হিসেবে স্বীকৃত। তাঁর পূর্বে বাংলায় স্বাধীন ক্ষমতা প্রতিষ্ঠিত ছিল না; বেশিরভাগ সময়ই এটি গুপ্ত বা অন্যান্য বৃহৎ সাম্রাজ্যের অধীনে ছিল।
• রাজা শশাঙ্ক গৌড়রাজ্য প্রতিষ্ঠা করেন এবং রাজধানী হয় কর্ণসুবর্ণে (বর্তমান মুর্শিদাবাদ অঞ্চল)
• তিনি নালন্দা ও বৌদ্ধধর্ম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরোধিতার কারণে ঐতিহাসিকভাবে আলোচিত
• সমসাময়িক রাজা হর্ষবর্ধন ও পালারা পরে বাংলার মধ্যযুগীয় শাসনে প্রভাব ফেলে
• তাঁর শাসন বাংলার স্বাধীন রাজনৈতিক পরিচয়ের সূচনা করে
0
Updated: 7 hours ago
ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
Created: 6 months ago
A
১২০৬ খ্রিঃ
B
১৩১০ খ্রিঃ
C
১৫২৬ খ্রিঃ
D
১৬১০ খ্রিঃ
• ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় — ১৬১০ খ্রিঃ।
• রাজধানী হিসেবে ঢাকা:
- এটি বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বৃহত্তম শহর।
- মুঘল সম্রাট আকবরের সময় বাংলার রাজধানী ছিল বিহারের রাজমহল।
- মোঘল সম্রাট জাহাঙ্গীরের ইচ্ছানুযায়ী ১৬১০ সালে ঢাকাকে সর্বপ্রথম সুবাহ বাংলার রাজধানী ঘোষণা করা হয়।
- সম্রাট জাহাঙ্গীর-এর নাম অনুসারে রাজধানীর নাম 'জাহাঙ্গীরনগর' রাখা হয়।
উল্লেখ্য,
- ১৬৫০ খ্রিষ্টাব্দে সুবেদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেছিলেন। শাহ সুজার পতনের পর ১৬৬০ খ্রিষ্টাব্দে সুবেদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন।
- ১৭১৭ খ্রিষ্টাব্দে সুবেদার মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন।
- বঙ্গভঙ্গের পর ১৯০৫ সালে ঢাকাকে আসাম ও বাংলার রাজধানী করা হয়।
- কংগ্রেসের বাধার মুখে ব্রিটিশ রাজ আবার ১৯১১ সালে রাজধানী কলকাতায় ফিরিয়ে নেয়। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান এবং স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার পর পূর্ব বাংলা নামে নতুন প্রদেশের রাজধানী হওয়ায় ঢাকার উথানে অধিকতর স্থায়ী উন্নয়ন সাধিত হয়।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজধানী হিসেবে ঢাকা রাজনৈতিক , প্রশাসনিক কার্যকলাপ এবং অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্ররূপে মর্যাদা লাভ করে।
উৎস: ঢাকা জেলা, dhaka.gov.bd.জাতীয় তথ্য বাতায়ন।
0
Updated: 6 months ago
‘ভেটো’ কথাটি কোন শব্দ থেকে আগত?
Created: 6 months ago
A
ল্যাটিন
B
গ্রিক
C
ফ্রেঞ্চ
D
ইংরেজি
ভেটো (Veto) ল্যাটিন শব্দ অর্থ আমি মানি না । জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান, রাশিয়া ও চীনের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে।
0
Updated: 6 months ago