A
Banquo
B
The witches
C
King Duncan
D
Malcolm
উত্তরের বিবরণ
উইলিয়াম শেক্সপিয়রের নাটক Macbeth-এ, তিনজন অদ্ভুত চৈতন্যশূন্য ডাইনি (The Witches) ম্যাকবেথকে ভবিষ্যদ্বাণী দেয় যে সে একদিন স্কটল্যান্ডের রাজা হবে। তারা বলে,
"All hail, Macbeth! Hail to thee, Thane of Glamis!
All hail, Macbeth! Hail to thee, Thane of Cawdor!
All hail, Macbeth! That shalt be king hereafter!"
এই ভবিষ্যদ্বাণীই Macbeth-এর মনে লোভ ও উচ্চাকাঙ্ক্ষার জন্ম দেয় এবং কাহিনির ট্র্যাজেডির শুরু হয়।
Banquo নিজেও ওদের থেকে ভবিষ্যদ্বাণী শোনে, কিন্তু Macbeth-এর রাজা হওয়ার কথা কেবল ডাইনিরাই বলে।
তাই সঠিক উত্তর: b) The witches

1
Updated: 3 weeks ago
Which natural element is frequently used as a metaphor for Lear’s anger?
Created: 2 weeks ago
A
Fire
B
Thunder and storm
C
Earthquake
D
Flood
Lear-এর রাগ ও মানসিক অস্থিরতা প্রায়শই ঝড় ও বজ্রপাতের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা বাহ্যিক ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলার মিল ঘটায়।

0
Updated: 2 weeks ago
Who is the first character to see the Ghost in the play?
Created: 2 weeks ago
A
Hamlet
B
Horatio
C
Marcellus
D
Bernardo
নাটকের শুরুতে প্রহরী Bernardo প্রথমে ভূতকে দেখে, পরে Horatio ও Marcellus-কে দেখায়। এটি নাটকের রহস্যময় পরিবেশ তৈরি করে।

0
Updated: 2 weeks ago
Who kills Polonius?
Created: 3 weeks ago
A
Claudius
B
Hamlet
C
Laertes
D
Fortinbras
Polonius হলেন ডেনমার্কের রাজদরবারের প্রধান পরামর্শদাতা এবং Ophelia ও Laertes-এর পিতা। তিনি গোপনে Hamlet ও Gertrude-এর কথোপকথন শুনতে Gertrude-এর কক্ষে একটি পর্দার আড়ালে লুকিয়ে পড়েন।
Hamlet যখন কক্ষে ঢোকে ও তার মা Gertrude-এর সঙ্গে তর্কে লিপ্ত হয়, তখন সে আচমকা পর্দার পেছনে কিছু নড়াচড়া টের পায়। সে ভাবে, সেখানে হয়তো King Claudius লুকিয়ে আছে, তাই কোনো চিন্তা না করেই তরবারি দিয়ে আঘাত করে দেয়। কিন্তু পর্দার পেছনে ছিলেন Polonius, এবং সেই আঘাতে তার মৃত্যু হয়।
এটি Shakespeare-এর "Hamlet" নাটকের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য, কারণ এটি Hamlet-এর প্রতিশোধপরায়ণতা এবং ভুল সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি দেখায়।
সংক্ষিপ্তভাবে: Hamlet ভেবে ছিলেন Claudius পর্দার পেছনে লুকিয়ে আছে, তাই তরবারি চালান এবং Polonius ভুলবশত নিহত হন।

0
Updated: 3 weeks ago