Who gives Macbeth the prophecy of becoming king?
A
Banquo
B
The witches
C
King Duncan
D
Malcolm
উত্তরের বিবরণ
উইলিয়াম শেক্সপিয়রের নাটক Macbeth-এ, তিনজন অদ্ভুত চৈতন্যশূন্য ডাইনি (The Witches) ম্যাকবেথকে ভবিষ্যদ্বাণী দেয় যে সে একদিন স্কটল্যান্ডের রাজা হবে। তারা বলে,
"All hail, Macbeth! Hail to thee, Thane of Glamis!
All hail, Macbeth! Hail to thee, Thane of Cawdor!
All hail, Macbeth! That shalt be king hereafter!"
এই ভবিষ্যদ্বাণীই Macbeth-এর মনে লোভ ও উচ্চাকাঙ্ক্ষার জন্ম দেয় এবং কাহিনির ট্র্যাজেডির শুরু হয়।
Banquo নিজেও ওদের থেকে ভবিষ্যদ্বাণী শোনে, কিন্তু Macbeth-এর রাজা হওয়ার কথা কেবল ডাইনিরাই বলে।
তাই সঠিক উত্তর: b) The witches

1
Updated: 2 months ago
Who says, “Yet she must die, else she’ll betray more men”?
Created: 2 months ago
A
Iago
B
Brabantio
C
Cassio
D
Othello
ওথেলো ডেসডিমোনাকে হত্যার আগে এই উক্তি করে। তার বিশ্বাস—ডেসডিমোনা যদি বেঁচে থাকে তবে আরও পুরুষকে প্রতারণা করবে। এটি তার অন্ধ ঈর্ষা ও বিকৃত যুক্তির প্রকাশ। ভালোবাসা তাকে হত্যা পর্যন্ত ঠেলে দেয়, যা ট্র্যাজিক ভুল সিদ্ধান্ত।

1
Updated: 2 months ago
What is the fate of Rosencrantz and Guildenstern?
Created: 2 months ago
A
They are pardoned
B
They are executed in England
C
They escape to Norway
D
They join Fortinbras
Hamlet Claudius-এর চিঠি বদলে দেয়, যাতে ইংল্যান্ডের রাজা Rosencrantz ও Guildenstern-কে মৃত্যুদণ্ড দেয়। তারা Hamlet-এর প্রাক্তন বন্ধু হলেও, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় এই ভাগ্য বরণ করে।

1
Updated: 2 months ago
“Nothing will come of nothing.” — এই লাইনটি কে বলেছেন?
Created: 2 months ago
A
Lear to Cordelia
B
Lear to Kent
C
Cordelia to Lear
D
Gloucester to Edmund
Lear এই কথা Cordelia-কে প্রথম অঙ্কে ভালোবাসার পরীক্ষার সময় বলেন। তিনি বোঝাতে চান, যদি Cordelia কিছু না বলে, তবে সে কিছুই পাবে না। এটি নাটকের স্বার্থপরতা ও অহংকারের সূচনা মুহূর্ত।

1
Updated: 2 months ago