A
Edmund Spenser
B
Stephen Gosson
C
Aristotle
D
John Milton
উত্তরের বিবরণ
Philip Sidney তাঁর An Apology for Poetry গ্রন্থটি লিখেছিলেন কাব্য রক্ষার উদ্দেশ্যে। ১৬শ শতকে Stephen Gosson-এর মতো কিছু সমালোচক কবিতাকে ক্ষতিকর ও অনর্থক বলে আক্রমণ করছিল। Sidney এই লেখার মাধ্যমে কবিতার গুণ, সামাজিক ও নৈতিক মূল্য ব্যাখ্যা করে তার বিপক্ষে আনা অভিযোগগুলোর যুক্তিসম্মত জবাব দেন। তিনি কবিতাকে মানব মন গঠনে সহায়ক এবং নীতিশিক্ষার এক সুন্দর মাধ্যম হিসেবে তুলে ধরেন। এজন্যই বইটির মূল উদ্দেশ্য ছিল—কবিতাকে সমালোচকদের বিরুদ্ধে রক্ষা করা।

0
Updated: 2 months ago
Sidney says poets create:
Created: 2 months ago
A
Exact copies of reality
B
Lies
C
Improved versions of the world
D
Religious truth
Sidney বলেন যে কবিরা বাস্তবতার সঠিক নকল তৈরি করেন না, বরং তারা বিশ্বের উন্নত ও সুন্দর সংস্করণ তৈরি করেন। কবিতায় তারা কল্পনা ও সৃষ্টিশীলতা ব্যবহার করে বাস্তবতাকে আরও উন্নত এবং আদর্শরূপে উপস্থাপন করেন। এটি মানুষকে ভালো ও সুন্দর কিছু দেখাতে সাহায্য করে। তাই কবিতা কেবল মিথ্যা নয়, বরং একটি উন্নত বাস্তবতা সৃষ্টি করে।

0
Updated: 2 months ago
What quality does Sidney value most in poetry?
Created: 2 months ago
A
Historical truth
B
Logical argument
C
Creative imagination
D
Rhyme scheme
Sidney সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কবিতার সৃজনশীল কল্পনাশক্তিকে। তিনি বলেন, কবিতা কেবল বাস্তবতা বা ইতিহাসের সত্যি কথা বলা নয়, বরং কল্পনা দিয়ে সুন্দর ও আদর্শ জগত তৈরি করা। কবিরা কল্পনা ব্যবহার করে সাহসী, বুদ্ধিমান ও বিশ্বস্ত চরিত্র সৃষ্টি করেন। এই সৃজনশীলতা কবিতাকে বিশেষ ও শক্তিশালী করে তোলে। Sidney বলেন, কবিতা শুধুমাত্র ছড়া বা তালের খেলা নয়, বরং এটি সৃজনশীল চিন্তার মাধ্যমে মানুষের হৃদয় স্পর্শ করে। তাই তিনি সৃজনশীল কল্পনাশক্তিকেই কবিতার সবচেয়ে বড় গুণ মনে করেন।

0
Updated: 2 months ago
What Greek word means "maker" and is related to the word poet?
Created: 2 months ago
A
Poiesis
B
Poietes
C
Poesy
D
Polis
গ্রিক শব্দ Poietes এর অর্থ হলো maker বা নির্মাতা। Sidney বলেছেন, কবিকে "maker" বলা হয় কারণ কবিরা প্রকৃতিকে কপি করে না, বরং তারা কল্পনাশক্তি ব্যবহার করে একটি নতুন এবং উন্নত জগৎ তৈরি করে। এই শব্দটি কবিদের সৃজনশীলতার গুরুত্ব বোঝাতে ব্যবহার করা হয়। অন্যদিকে, Poiesis হলো সৃষ্টি বা তৈরি করার প্রক্রিয়া, কিন্তু "maker" শব্দটির জন্য Poietes সঠিক। তাই এখানে Poietes শব্দটি কবির সঙ্গে সম্পর্কিত।

0
Updated: 2 months ago