Sidney says that poetry was the first kind of:
A
Music
B
Learning
C
Government
D
Drama
উত্তরের বিবরণ
Sidney বলেন, কবিতা ছিল প্রথম ধরনের শিক্ষা। প্রাচীনকাল থেকে মানুষ কবিতার মাধ্যমে জ্ঞান শিখত এবং তা অন্যদের শিখাত। কবিতার মাধ্যমে ভাষা ও সংস্কৃতি বিকশিত হয়। তাই কবিতা শিক্ষা ও জ্ঞান প্রচারের প্রথম মাধ্যম ছিল। Sidney দেখান যে, কবিতা শুধু মজা করার জন্য নয়, বরং মানুষের শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।
0
Updated: 5 months ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Megnanimous
B
Magnanimous
C
Magnenimous
D
Megnenimous
Correct Spelling: Magnanimous (Adjective)
-
English Meaning: Very kind and generous towards an enemy or someone you have defeated.
-
Bangla Meaning: মহানুভব।
Example Sentence:
-
She was magnanimous in victory, praising her opponent’s hard work.
-
Bangla Meaning: সে জয়ে মহানুভব ছিল, প্রতিদ্বন্দ্বীর কঠোর পরিশ্রমের প্রশংসা করেছিল।
Source:
0
Updated: 1 month ago
Who plays the role of a foil to Mr. Darcy’s character?
Created: 2 months ago
A
Mr. Bennet
B
Mr. Collins
C
Mr. Bingley
D
Mr. Wickham
Foil মানে হলো বিপরীত চরিত্র, যার মাধ্যমে মূল চরিত্রের গুণ স্পষ্ট হয়। Darcy গম্ভীর, নীতিবান ও দায়িত্বশীল। তার বিপরীতে Wickham মোহনীয় কিন্তু প্রতারক। প্রথমে Elizabeth ও পাঠক Wickham-কে আকর্ষণীয় ভাবে দেখে, আর Darcy-কে অহংকারী ভাবে।
কিন্তু পরে সত্য প্রকাশ পায়—Darcy আসলে নৈতিকভাবে শক্তিশালী, আর Wickham দুর্নীতিগ্রস্ত। এই বিপরীতে Austen দেখান, সত্যিকার ভদ্রতা বাহ্যিক আচরণে নয়, নৈতিকতায়।
1
Updated: 2 months ago
I have a ____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal! - Complete this quote.
Created: 2 months ago
A
desire
B
dream
C
wish
D
hope
উক্তি: "I have a dream that one day this nation will live out the true meaning of its creed: 'We hold these truths to be self-evident, that all men are created equal.'"
-
উদ্ধৃতির উৎস: “I Have a Dream” ভাষণ, ১৯৬৩
-
বক্তা: Martin Luther King Jr.
-
সঠিক উত্তর: খ) dream
বিস্তারিত আলোচনা:
-
Martin Luther King Jr. ছিলেন একজন আফ্রিকান-আমেরিকান সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
-
তিনি ১৫ জানুয়ারি ১৯২৯ সালে জর্জিয়ায় জন্মগ্রহণ করেন।
-
১৯৬৩ সালের ২৮ আগস্ট, ওয়াশিংটন ডিসিতে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের অংশ হিসেবে এই বিখ্যাত ভাষণ দেন।
-
ভাষণে তিনি একটি সমান, বর্ণবাদমুক্ত সমাজের স্বপ্ন (dream) নিয়ে কথা বলেন।
-
১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
-
১৯৬৮ সালে ৪ এপ্রিল, মেম্ফিস, টেনেসিতে তিনি নিহত হন।
সারসংক্ষেপ:
এই উক্তি Martin Luther King Jr.-এর “dream” বা স্বপ্নকে প্রতিফলিত করে, যা মানুষের সমতা, ন্যায় এবং সামাজিক মুক্তির প্রতি তাঁর দৃঢ় আকাঙ্ক্ষা প্রকাশ করে।
0
Updated: 2 months ago