গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত-
A
সুনামী
B
ব্ল্যাক সেপ্টেম্বর
C
১/১১
D
৯/১১
উত্তরের বিবরণ
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর ভবন দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং সেই স্থানটিকে “গ্রাউন্ড জিরো” নামে পরিচিত করা হয়। এই শব্দটি মূলত এমন স্থান বোঝাতে ব্যবহৃত হয় যেখানে বড় ধরনের বিস্ফোরণ বা ধ্বংস সংঘটিত হয়েছে।
• ১১ সেপ্টেম্বরের হামলায় দুটি যাত্রীবাহী বিমান হাইজ্যাক করে ভবনগুলোর সাথে ধাক্কা দেওয়া হয় এবং এতে ব্যাপক প্রাণহানি ঘটে।
• ধ্বংসের পর উদ্ধারকর্মী, সাংবাদিক ও বিশ্ববাসী সেই স্থানকে Ground Zero নামে উল্লেখ করতে থাকে।
• এই নাম মানুষের শোক, স্মৃতি এবং পুনর্গঠনের প্রতীক হয়ে ওঠে।
• পরবর্তীতে সেখানে নিহতদের স্মরণে স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণ করা হয়।
• এই ঘটনা বিশ্ব রাজনীতি, নিরাপত্তা নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের গতিপথ বদলে দেয়।
0
Updated: 13 hours ago
‘ওয়াল স্ট্রীট” কোথায় অবস্থিত?
Created: 3 weeks ago
A
ওয়াশিংটন
B
চীন
C
নিউইয়র্ক
D
লন্ডন
‘ওয়াল স্ট্রীট’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম বৃহৎ আর্থিক কেন্দ্র, যেখানে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ NYSE) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান অবস্থিত।
0
Updated: 3 weeks ago
B-2 Spirit কোন দেশের তৈরি যুদ্ধবিমান?
Created: 1 month ago
A
জার্মানি
B
যুক্তরাষ্ট্র
C
ফ্রান্স
D
যুক্তরাজ্য
বি-২ স্পিরিট (B-2 Spirit) বিমানের পূর্ণ নাম হলো Northrop Grumman B-2 Spirit। এটি একটি স্টিলথ স্ট্র্যাটেজিক বোম্বার (Stealth strategic bomber)।
-
প্রথম উড্ডয়ন: ১৭ জুলাই ১৯৮৯
-
সেবা গ্রহণ: ১৯৯৩ সালে মার্কিন বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত
-
নির্মাতা: Northrop Grumman
-
নির্মাণকারী দেশ: যুক্তরাষ্ট্র
-
প্রধান ব্যবহার: গভীর শত্রু অঞ্চলে প্রবেশ করে নিখুঁত বোমা হামলা চালানো
-
বিশেষ বৈশিষ্ট্য: "Flying wing" ডিজাইন এবং রাডার-চালিত অদৃশ্যতা
উৎস:
0
Updated: 1 month ago
Big Apple- বলা হয় কোন শহরকে?
Created: 4 weeks ago
A
বেলজিয়াম
B
রোম
C
নিউইয়র্ক
D
গ্রেট বিট্রেন
Big Apple নামটি মূলত নিউইয়র্ক শহরের একটি জনপ্রিয় উপনাম, যা ১৯২০-এর দশকে ঘোড়দৌড় সংক্রান্ত লেখায় ব্যবহৃত হতে শুরু করে এবং পরে শহরের সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্বের প্রতীক হয়ে ওঠে। তাই, সঠিক উত্তর: গ) নিউইয়র্ক।
0
Updated: 4 weeks ago