বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
A
মহেশখালী
B
ছেড়া দ্বীপ
C
নিঝুম দ্বীপ
D
সেন্টমার্টিন
উত্তরের বিবরণ
মহেশখালী বাংলাদেশের ஒரே পাহাড়ি দ্বীপ হিসেবে পরিচিত এবং ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এটি অন্যান্য দ্বীপ থেকে আলাদা। দেশের অধিকাংশ দ্বীপ সমতল ভূমিতে গঠিত হলেও মহেশখালীতে রয়েছে উঁচুনিচু পাহাড়ি গঠন।
• মহেশখালী কক্সবাজার জেলার অন্তর্গত একটি দ্বীপ এবং এখানে আদমস পাহাড়সহ প্রাকৃতিক উঁচু ভূমি রয়েছে।
• অন্যান্য দ্বীপ যেমন সেন্ট মার্টিন, মনপুরা, সন্দ্বীপ বা হাতিয়া মূলত নদী ও সাগরীয় পলি দ্বারা তৈরি সমতল ভূমি।
• মহেশখালীর ভূতাত্ত্বিক গঠন প্রাচীন এবং এটি সমুদ্রতল উত্তোলনের ফলে সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয়।
• দ্বীপটি প্রাকৃতিক লবণক্ষেত, কাঁকড়া, ম্যানগ্রোভ বন এবং পর্যটন স্থানের জন্যও পরিচিত।
• এর ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে গবেষণা, পর্যটন ও সংরক্ষণ—সব ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ।
0
Updated: 13 hours ago
বাংলাদেশ ব-দ্বীপ মহাপরিকল্পনা-২১০০ কোন দেশের পরিকল্পনাকে অনুসরণ করে করা হয়েছে?
Created: 1 month ago
A
সুইজারল্যান্ড
B
নেদারল্যান্ড
C
আয়ারল্যান্ড
D
ফিনল্যান্ড
দেশের উন্নয়নকে গতিশীল এবং চ্যালেঞ্জ সমুহকে মোকাবেলা করতে বাংলাদেশ সরকার নেদারল্যান্ডসের ডেল্টা ব্যবস্থাপনার আলোকে সুদীর্ঘ ১০০ বছরের যে পরিকল্পনা হাতে নেয় সেটিই ব-দ্বীপ মহাপরিকল্পন - ২১০০। নেদারল্যান্ডস্ ও স্থানীয় বিশেষজ্ঞদের সহযোগিতায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ প্রণয়ন করে। বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২০২১ এর হটস্পট ৬টি।
0
Updated: 1 month ago