A
Goneril
B
Regan
C
Cordelia
D
Ophelia
উত্তরের বিবরণ
Cordelia-ই হলেন সেই কন্যা যিনি প্রকৃতভাবে রাজা লিয়ারকে ভালোবাসতেন।
-
নাটক "King Lear"-এ রাজা লিয়ার তাঁর তিন কন্যার মধ্যে উত্তরাধিকার ভাগ করে দিতে চান এই শর্তে যে, কে তাকে কতটা ভালোবাসে তা প্রকাশ করবে।
-
Goneril ও Regan চাটুকারিতাপূর্ণ ও মিথ্যা ভালোবাসার কথা বলে রাজাকে প্রভাবিত করে।
-
কিন্তু Cordelia সত্যবাদী ও সংযত স্বভাবের ছিলেন। তিনি বলেন,
"I love your majesty according to my bond; no more nor less."
অর্থাৎ, তিনি পিতার প্রতি তাঁর কন্যার দায়িত্ববোধ অনুযায়ী ভালোবাসেন – এর বেশি বা কম নয়।
Lear তার কথায় রাগ করে তাকে ত্যাগ করেন। কিন্তু নাটকের শেষভাগে দেখা যায়, বিপদের সময় Cordelia-ই ফিরে এসে রাজা লিয়ারকে উদ্ধার করতে চান, যা প্রমাণ করে যে তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ ও আন্তরিক।
অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
-
Goneril ও Regan: কৃত্রিম ভালোবাসা দেখিয়ে তারা রাজ্যের একাংশ দখল করে নেয় এবং পরবর্তীতে লিয়ারের প্রতি নিষ্ঠুরতা দেখায়।
-
Ophelia: তিনি Hamlet নাটকের চরিত্র, King Lear-এ নয়। সুতরাং প্রাসঙ্গিক নন।
সারাংশ: Cordelia একমাত্র কন্যা যিনি রাজা লিয়ারকে সত্যিকারের ভালোবাসতেন – বিনা স্বার্থে, বিনা ভানেভণিতে।

1
Updated: 3 weeks ago
What is the main tragic flaw of Othello’s character?
Created: 2 weeks ago
A
Pride
B
Cowardice
C
Ambition
D
Jealousy
ওথেলোর প্রধান ট্র্যাজিক ত্রুটি হলো তার অতি ঈর্ষাপরায়ণ স্বভাব। সে ডেসডিমোনার ভালোবাসা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগে এবং সহজেই Iago-র মিথ্যা কথায় প্রতারিত হয়। এই ঈর্ষাই তাকে নিজের স্ত্রীকে হত্যা করতে প্ররোচিত করে এবং শেষমেশ তার আত্মবিনাশ ঘটায়।

0
Updated: 2 weeks ago
What motivates Antonio throughout the play?
Created: 2 weeks ago
A
Desire for power
B
Love for Ferdinand
C
Obedience to Prospero
D
Fear of spirits
Antonio লোভী ও বিশ্বাসঘাতক স্বভাবের। সে প্রথমে Prospero-র সিংহাসন দখল করে এবং পরে আবার Alonso-কে হত্যা করে Sebastian-কে রাজা বানানোর ষড়যন্ত্র করে। তার চরিত্র নাটকে ক্ষমতার লোভ ও মানব দুর্বলতার প্রতীক।

1
Updated: 2 weeks ago
Who becomes King at the end of "Hamlet"?
Created: 3 weeks ago
A
Laertes
B
Claudius
C
Fortinbras
D
Horatio
উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি "Hamlet" নাটকের শেষ দৃশ্যে ডেনমার্কের রাজপরিবারের প্রায় সবাই মৃত্যুবরণ করে—হ্যামলেট, ক্লডিয়াস, গার্ট্রুড, এবং লায়ার্টিস।
হ্যামলেট মৃত্যুর পূর্বে নরওয়ের রাজপুত্র ফোর্টিনব্রাস (Fortinbras)-এর গুণের প্রশংসা করে তাকে ডেনমার্কের ভবিষ্যৎ রাজা হিসেবে সুপারিশ করে।
নাটকের শেষাংশে Fortinbras ডেনমার্কে এসে উপস্থিত হয় এবং হ্যামলেটের মৃত্যুর কথা শুনে তার প্রতি সম্মান প্রদর্শন করে।
এভাবেই Fortinbras ডেনমার্কের নতুন রাজা হন।
সংক্ষেপে মনে রাখার টিপস
-
Claudius: খল চরিত্র, হ্যামলেটের হাতে নিহত।
-
Laertes: প্রতিশোধ নিতে এসে নিহত হয়।
-
Horatio: বেঁচে থাকে কিন্তু রাজা হয় না।
-
Fortinbras: শান্তিপূর্ণভাবে ক্ষমতা নেয় এবং রাজা হয়।
তাই, Fortinbras-ই হন "Hamlet" নাটকের শেষের নতুন রাজা।

1
Updated: 3 weeks ago