Which daughter truly loves Lear?
A
Goneril
B
Regan
C
Cordelia
D
Ophelia
উত্তরের বিবরণ
Cordelia-ই হলেন সেই কন্যা যিনি প্রকৃতভাবে রাজা লিয়ারকে ভালোবাসতেন।
-
নাটক "King Lear"-এ রাজা লিয়ার তাঁর তিন কন্যার মধ্যে উত্তরাধিকার ভাগ করে দিতে চান এই শর্তে যে, কে তাকে কতটা ভালোবাসে তা প্রকাশ করবে।
-
Goneril ও Regan চাটুকারিতাপূর্ণ ও মিথ্যা ভালোবাসার কথা বলে রাজাকে প্রভাবিত করে।
-
কিন্তু Cordelia সত্যবাদী ও সংযত স্বভাবের ছিলেন। তিনি বলেন,
"I love your majesty according to my bond; no more nor less."
অর্থাৎ, তিনি পিতার প্রতি তাঁর কন্যার দায়িত্ববোধ অনুযায়ী ভালোবাসেন – এর বেশি বা কম নয়।
Lear তার কথায় রাগ করে তাকে ত্যাগ করেন। কিন্তু নাটকের শেষভাগে দেখা যায়, বিপদের সময় Cordelia-ই ফিরে এসে রাজা লিয়ারকে উদ্ধার করতে চান, যা প্রমাণ করে যে তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ ও আন্তরিক।
অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
-
Goneril ও Regan: কৃত্রিম ভালোবাসা দেখিয়ে তারা রাজ্যের একাংশ দখল করে নেয় এবং পরবর্তীতে লিয়ারের প্রতি নিষ্ঠুরতা দেখায়।
-
Ophelia: তিনি Hamlet নাটকের চরিত্র, King Lear-এ নয়। সুতরাং প্রাসঙ্গিক নন।
সারাংশ: Cordelia একমাত্র কন্যা যিনি রাজা লিয়ারকে সত্যিকারের ভালোবাসতেন – বিনা স্বার্থে, বিনা ভানেভণিতে।

1
Updated: 2 months ago
Who says, “I am not what I am”?
Created: 2 months ago
A
Roderigo
B
Othello
C
Iago
D
Cassio
নাটকের শুরুতেই Iago এই লাইনটি বলে। সে জানায় তার ভেতরের পরিচয় আর বাইরের পরিচয় আলাদা। এই উক্তি পুরো নাটকের প্রতারণা, ছলনা ও দ্বৈততার প্রতীক। শেক্সপিয়রের ট্র্যাজেডিতে এটি Iago-র মূল চরিত্র বৈশিষ্ট্য প্রকাশ করে।

2
Updated: 2 months ago
Why does Desdemona defy her father, Brabantio?
Created: 2 months ago
A
To protect Cassio
B
To marry Othello
C
To escape Venice
D
To follow Iago
ডেসডিমোনা তার পিতা ব্র্যাব্যানশিওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওথেলোকে বিয়ে করে। এই কাজ তার ভালোবাসার দৃঢ়তা ও স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা প্রকাশ করে। সে সাহসী হলেও, শেষ পর্যন্ত ঈর্ষা ও ষড়যন্ত্রের শিকার হয়ে ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু হয়।

0
Updated: 2 months ago
How does Emilia contribute to Iago’s downfall?
Created: 2 months ago
A
She hides the handkerchief
B
She helps Othello kill Desdemona
C
She exposes Iago’s plot
D
She kills Iago herself
এমিলিয়া নাটকের শেষের দিকে সত্য প্রকাশ করে। সে জানায় রুমালটি আসলে Iago-ই কৌশলে নিয়েছিল। এই সত্য প্রকাশের মাধ্যমে Iago-র প্রতারণা উন্মোচিত হয়। এমিলিয়ার সাহসী ভূমিকা নাটকের পরিণতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

0
Updated: 2 months ago