রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল-
A
১৮৬১-১৯৪১
B
১৮৬০-১৯৪১
C
১৮৬০-১৯৪০
D
১৮৬১-১৯৪০
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
-
রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের একজন সর্বকালের শ্রেষ্ঠ কবি
-
তিনি সাহিত্য, সংগীত, চিত্রকলা ও দর্শনে সমান পারদর্শী ছিলেন
-
১৯১৩ সালে তিনি নোবেল পুরস্কার অর্জন করেন, যা বাংলা সাহিত্যে প্রথম
-
তাঁর জন্ম ও মৃত্যু জোড়াসাঁকরে ঘটেছে, যা তাঁর জীবন ও কৃতিত্বের সাথে গভীরভাবে সম্পর্কিত
0
Updated: 13 hours ago
"মরণ রে, তুঁহু মম শ্যামসমান।" পঙ্ক্তিটি কার রচনা?
Created: 1 month ago
A
কাজী নজরুল ইসলাম
B
নির্মলেন্দু গুণ
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
বিদ্যাপতি
"মরণ রে, তুঁহু মম শ্যামসমান।" পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'মরণ' কবিতার অন্তর্ভুক্ত।
-
'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' কাব্য:
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর, বৈষ্ণব পদাবলির ধারায় ব্রজবুলি ভাষায় লিখিত
-
প্রকাশকাল: ১২৯১ সনে আষাঢ়ের মাঝামাঝি
-
গ্রন্থে আখ্যাপত্রে কবির নাম ভানুসিংহ ঠাকুর উল্লেখ এবং প্রকাশক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকের বিজ্ঞাপনে বলা হয়, ভানুসিংহের পদাবলী শৈশব সঙ্গীতের আনুষঙ্গিক স্বরূপে প্রকাশিত হয়েছে; অধিকাংশই পুরাতন কালের খাতা থেকে সন্ধান করে সংগ্রহ করা
-
গ্রন্থে বর্তমানে মোট ২০টি পদ রয়েছে
-
-
উল্লেখযোগ্য কবিতা: মরণ, প্রশ্ন
-
'মরণ' কবিতার বিখ্যাত পঙ্ক্তি: "মরণ রে, তুঁহু মম শ্যামসমান।"
0
Updated: 1 month ago
'নষ্টনীড়' ছোটগল্পের চরিত্র কোনটি?
Created: 1 month ago
A
চন্দরা
B
চারুলতা
C
রতন
D
সুরবালা
‘নষ্টনীড়’ ছোটগল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটি ১৯০১ সালে রচিত ও প্রকাশিত এবং একজন নিসঙ্গ নারীর জীবন ও অনুভূতি তুলে ধরে।
মূল চরিত্রসমূহ:
-
চারুলতা
-
অমল
-
ভূপতি
প্রসিদ্ধি:
-
এই ছোটগল্পের উপর ভিত্তি করে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় ১৯৬৪ সালে চারুলতা নামে চলচ্চিত্র নির্মাণ করেন।
অন্যান্য উল্লেখযোগ্য ছোটগল্পের চরিত্র:
-
‘শাস্তি’—চন্দরা
-
‘সুরবালা’—একরাত্রি
-
‘রতন’—পোস্টমাস্টার
রবীন্দ্রনাথের অন্যান্য ছোটগল্প:
-
শাস্তি
-
একরাত্রি
-
মধ্যবর্তিনী
-
ল্যাবরেটরী
-
সমাপ্তি
-
পোস্টমাস্টার
-
হৈমন্তী
-
ছুটি
-
দেনা পাওনা ইত্যাদি
উৎস:
0
Updated: 1 month ago
নিম্নে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম?
Created: 2 months ago
A
অকপটচন্দ্র ভাস্কর
B
লীলাময় রায়
C
টেকচাঁদ ঠাকুর
D
হাবু শর্মা
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম:
-
রবীন্দ্রনাথ ঠাকুর নয়টি ছদ্মনাম ব্যবহার করেছেন:
-
ভানুসিংহ ঠাকুর
-
অকপটচন্দ্র ভাস্কর
-
আন্নাকালী পাকড়াশী
-
দিকশূন্য ভট্টাচার্য
-
নবীনকিশোর শর্মণ
-
ষষ্ঠীচরণ দেবশর্মা
-
বাণীবিনোদ বিদ্যাবিনোদ
-
শ্রীমতী কনিষ্ঠা
-
শ্রীমতী মধ্যমা
-
অন্য সাহিত্যিকদের ছদ্মনাম:
-
অন্নদাশঙ্কর রায়: লীলাময় রায়
-
প্যারীচাঁদ মিত্র: টেকচাঁদ ঠাকুর
-
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়: হাবু শর্মা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago