’বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’ উক্তিটির তাৎপর্য হচ্ছে-
A
আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
B
বনের পশু বনে থাকতেই ভারবাসে
C
জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
D
প্রাকৃতিক রূপ সৌন্দর্য আদিও অকৃত্রিম
উত্তরের বিবরণ
"বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে" এই চমৎকার উক্তিটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন তাঁর ভ্রমণকাহিনী 'পালামৌ'-এ। এর মূলভাব হলো সৌন্দর্য সর্বত্র বিকশিত হয় না; প্রাকৃতিক নিয়মে প্রতিটি জিনিস তার যথাস্থানে সৌন্দর্য ফুটিয়ে তোলে।
• বন্য প্রাণী বনভূমিতে সুন্দর, কারণ তা তাদের প্রকৃতিক পরিবেশে পুরোপুরি মানানসই
• শিশুরা মাতৃক্রোড়ে সুন্দর, কারণ তাদের সৌন্দর্য প্রাকৃতিক স্নেহ ও যত্নে প্রকাশিত হয়
• কথাটি প্রকৃতির নিয়ম ও অবস্থান অনুযায়ী সৌন্দর্য বিকাশের দর্শন ব্যক্ত করে
• এটি আমাদের শেখায়, সৌন্দর্য কেবল রূপে নয়, পরিবেশ ও প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্যে ফুটে ওঠে
0
Updated: 14 hours ago