শাহ আব্দুল করিম রচিত গ্রন্থ-
A
ধলমেলা
B
সারাদুপুর
C
ছায়াহরিণ
D
নতুন সকাল
উত্তরের বিবরণ
করিম শাহ আবদুল (১৯১৬-২০০৯) ছিলেন একজন লোকসঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার। তিনি ১৯৫৪ সালে প্রণীত গণসঙ্গীত গ্রন্থ প্রকাশ করেন। তাঁর অন্যান্য প্রকাশিত গানের সংকলনগুলো হলো:
-
আফতাব সঙ্গীত (১৯৪৮)
-
কালনীর ঢেউ (১৯৮১)
-
ধলমেলা (১৯৯০)
-
ভাটির চিঠি (১৯৯৮)
-
কালনীর কূলে (২০০১)
-
শাহ আবদুল করিমের গানগুলো মূলত সমাজ, সংস্কৃতি ও জনজীবনের বিভিন্ন দিক প্রতিফলিত করে।
-
তিনি বাংলা লোকসঙ্গীতের ধারাকে সমৃদ্ধ করেছেন এবং প্রজন্মের কাছে এ সঙ্গীত প্রজন্মান্তরে পৌঁছে দিয়েছেন।
0
Updated: 14 hours ago