নবান্ন কী?
A
নতুন ধান
B
নতুন বৎসর
C
ফসল কাটার উ’ৎসব
D
ফসল বোনার উৎসব
উত্তরের বিবরণ
নবান্ন হলো শস্যভিত্তিক একটি লোকউৎসব যা প্রধানত কৃষিভিত্তিক সমাজে শস্য সংগ্রহের সময় উদযাপিত হয়।
১. উৎসবটি কৃষিভিত্তিক সভ্যতার প্রধান শস্য সংগ্রহের সঙ্গে সম্পর্কিত।
২. নবান্ন যে কোনো ঋতুতে পালিত হতে পারে, মূলত ফসল কাটার সময়।
৩. উৎসব উদযাপনের মূল উদ্দেশ্য হলো অধিক শস্যপ্রাপ্তি, বৃষ্টিপাত, সন্তান এবং পশুসম্পদ কামনা করা।
৪. এটি সামাজিক ও সাংস্কৃতিক একত্রিতকরণের মাধ্যমে সম্প্রদায়ের মধ্যে আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম।
0
Updated: 14 hours ago
'সব্যসাচী' ছদ্মনাম ব্যবহার করতেন কোন প্রাবন্ধিক?
Created: 1 month ago
A
বুদ্ধদেব বসু
B
সুভাষ মুখোপাধ্যায়
C
মোহিতলাল মজুমদার
D
নারায়ণ গঙ্গোপাধ্যায়
মোহিতলাল মজুমদার
-
জন্ম: ১৮৮৮ সালের ২৬ অক্টোবর, নদীয়ার কাঁচড়াপাড়া গ্রাম; পৈতৃক নিবাস: হুগলির বলাগড়
-
পেশা: কবি, প্রাবন্ধিক, সাহিত্যসমালোচক; অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা
-
সমালোচনামূলক প্রবন্ধে ব্যবহৃত ছদ্মনাম: ‘কৃত্তিবাস ওঝা’, ‘সব্যসাচী’, ‘শ্রী সত্যসুন্দর দাস’
-
মৃত্যু: ২৬ জুলাই ১৯৫২
অন্য সাহিত্যিক ও তাদের ছদ্মনাম:
-
বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪): বাংলা সাহিত্যের প্রভাবশালী ও বহুমুখী লেখক, “সব্যসাচী” উপাধিতে পরিচিত; তবে এটি তাঁর ছদ্মনাম নয়
-
সুভাষ মুখোপাধ্যায়: ছদ্মনাম সুবচনী
-
নারায়ণ গঙ্গোপাধ্যায়: ছদ্মনাম সুনন্দ
0
Updated: 1 month ago
'ধুতি' কোন ভাষা থেকে আগত শব্দ?
Created: 1 month ago
A
সংস্কৃত
B
দেশি
C
হিন্দি
D
ফারসি
ধুতি
-
উৎপত্তি: হিন্দি শব্দ।
-
অর্থ:
১. পুরুষদের পরিধেয় সরু পাড়যুক্ত লম্বা কত্রখণ্ড।
২. উৎকোচ; ভেট
0
Updated: 1 month ago
কোনটি হাতির ডাক?
Created: 3 weeks ago
A
হ্রেষা
B
বৃংহিত
C
কুঞ্চন
D
কুঞ্চন
0
Updated: 3 weeks ago