A
A warrior
B
A messenger
C
A truth-teller in disguise
D
A villain
উত্তরের বিবরণ
King Lear নাটকে The Fool চরিত্রটি একটি গুরুত্বপূর্ণ প্রতীকি ভূমিকা পালন করে। তিনি রাজা লিয়ারের একজন দরবারি বিদূষক (court jester) হলেও, তার কথার মধ্য দিয়ে নাটকের অনেক গভীর সত্য উঠে আসে।
-
The Fool সরাসরি কথা বলতে পারে, কারণ সে বিদূষক — সে রসিকতার মাধ্যমে কঠিন ও তিক্ত সত্য প্রকাশ করতে পারে।
-
সে লিয়ার ভুল সিদ্ধান্ত (বিশেষত কর্ডেলিয়াকে ত্যাগ করা এবং গনরিল ও রেগানকে রাজ্য প্রদান করা) নিয়ে খোলাখুলি সমালোচনা করে।
-
তাকে “truth-teller in disguise” বলা হয়, কারণ সে বিদূষকের মুখোশ পরে থাকলেও তার কথাগুলো বুদ্ধিদীপ্ত এবং সত্যনিষ্ঠ।
উদাহরণ:
Lear যখন তার কন্যাদের দ্বারা প্রতারিত হন, তখন Fool বলে:
“Thou shouldst not have been old till thou hadst been wise.”
(তুমি তখনই বৃদ্ধ হতে পারতে যখন তুমি জ্ঞানী হতে।) এই কথার মাধ্যমে সে লিয়ার বোকামির ইঙ্গিত দেয়।
ফলে, The Fool নাটকে শুধুমাত্র হাস্যরস নয়, গভীর জ্ঞানের প্রতীক হিসেবেও কাজ করে — যে কারণে উত্তর (c) A truth-teller in disguise সঠিক।

0
Updated: 3 weeks ago
Why does Roderigo follow Iago’s schemes?
Created: 2 weeks ago
A
He wants wealth
B
He wants revenge on Othello
C
He wants Cassio’s position
D
He wants Desdemona’s love
রডরিগো ডেসডিমোনার প্রেমে অন্ধ হয়ে Iago-র সব কথা মেনে চলে। Iago তার আবেগ ও দুর্বলতাকে কাজে লাগিয়ে অর্থ আদায় করে এবং ষড়যন্ত্রে ব্যবহার করে। ফলে রডরিগো একপ্রকার ভিকটিম হলেও তার সরলতা নাটকের ট্র্যাজেডি বাড়ায়।

1
Updated: 2 weeks ago
Who kills King Duncan in Macbeth?
Created: 2 weeks ago
A
Macbeth
B
Lady Macbeth
C
Banquo
D
Macduff

1
Updated: 2 weeks ago
What is Othello’s reaction after killing Desdemona?
Created: 2 weeks ago
A
He flees Cyprus
B
He immediately regrets
C
He blames Emilia
D
He calls for Iago
Desdemona মারা যাওয়ার পরই Othello-র মনে অনুশোচনা শুরু হয়, কিন্তু তখনও সে বিশ্বাস করে যে ন্যায়সঙ্গত কাজ করেছে। Emilia সত্য প্রকাশ করার পর তার অপরাধবোধ চরমে পৌঁছে যায়।

0
Updated: 2 weeks ago